টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ এর লড়াই এখন তুঙ্গে। কারা পৌঁছাবে সেমিফাইনালে সেই অংক মেলাতে প্রস্তুত ক্রিকেট বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে গতকাল শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে পুরো পয়েন্টস টেবিলের হিসাব উলটপালট করেছে বাবর আজমের পাকিস্তান। যেখানে দ্বিতীয় গ্রুপ থেকে সেমিফাইনালে ভারত এবং দক্ষিণ আফ্রিকার পৌঁছানো এক প্রকার নিশ্চিত ছিল সেখানে গতকালকের ম্যাচ শেষে সমস্ত পর্যবেক্ষণের পরিসমাপ্তি ঘটেছে। বর্তমানে একটি ভুল পদক্ষেপেই ভারত কিংবা দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে পারে পাকিস্তান।
আগামী ৬ নভেম্বর জিম্বাবুয়ের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচ খেলবে ভারত। অন্যদিকে, নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তাই পাকিস্তানি ক্রিকেট প্রেমিরা তাকিয়ে রয়েছে আসন্ন ভারত-জিম্বাবুয়ে ম্যাচের দিকে। তারা মনে করছেন এই ম্যাচে শক্তিশালী ভারতকে পরাজিত করবে জিম্বাবুয়ে। আর সব দিক মাথায় রেখে পাকিস্তানের অন্যতম সফল অভিনেত্রী বিরাট ঘোষণা করেছেন জিম্বাবুয়ের জন্য।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপাকিস্তানি অভিনেত্রী শিনওয়ারি তার অফিসিয়াল টুইটারে ঘোষণা করে, ‘যে জিম্বাবুয়ে যদি আসন্ন ম্যাচে ভারতকে হারায়, তবে তিনি একজন জিম্বাবুয়ের নাগরিককে বিয়ে করবেন। শিনওয়ারি এই টুইট পোস্ট করার সাথে সাথেই তার টুইটটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ভারতের কোটি কোটি ভক্ত এই টুইটের উত্তর দিচ্ছেন।’
I’ll marry a Zimbabwean guy, if their team miraculously beats India in next match 🙂
— Sehar Shinwari (@SeharShinwari) November 3, 2022
আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে ভারত। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সংগ্রহে রয়েছে ৫ পয়েন্ট। গতকাল প্রোটিয়াদের পরাজিত করে ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। সুপার-১২ এর শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। তাই সমীকরণ জটিল হলেও আশা ধরে রেখেছে পাকিস্তানী ক্রিকেটপ্রেমীরা।