পাকিস্তানের নিশানায় আফগানিস্তানে কর্মরত ভারতীয়রা, চিন্তায় দেশের আমজনতা

Advertisement

Advertisement

নয়াদিল্লি: প্রথম থেকেই ভারতীয়দের ওপর নিশানা লাগাতে শিরহস্ত ছিলো পাকিস্তান। এবার আফগানিস্তানে কর্মরত ভারতীয়দের নিশানা করতে শুরু করেছে পাকিস্তান৷ গোপন সূত্রে জানা গিয়েছে আফগানিস্তানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কর্মরত বহু ভারতীয়দের আক্রমণ এবং অপহরণও করা হয়েছে৷ পাকিস্তান গত বছরের সেপ্টেম্বর মাস থেকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১২৬৭ নম্বর সিদ্ধান্তকে অস্ত্র করে আফগানিস্তানে কাজ করেছেন এমন চারজন ভারতীয়কে সন্ত্রাসবাদী হিসেবে প্রমাণ করারও চেষ্টা করেছে।

Advertisement

পাকিস্তানের একের পর এক এই আগ্রাসন নীতির কারণেই তার ওপর যথেষ্ট রুষ্ট পৃথিবীর অন্যান্য দেশের নাগরিকরা। কিন্তু এরপরেও পাকিস্তানের নিজেকে পরিবর্তনের চেষ্টা তো নেই উলটে যতো দিন যাচ্ছে পাকিস্তান নিজে আরো খারাপ কাজে নিজেকে যুক্ত করে চলছে।

Advertisement

জানা গিয়েছে আফগান সরকারের সাহায্যে বন্দি হওয়া অনেক ভারতীয়কেই মুক্ত করা সম্ভব হয়েছে৷ পাশাপাশি ভারতীয় দূতাবাস এবং তার অফিসগুলিকেও আক্রমণ করা হয়েছে৷ কিন্তু এসবের মাঝেও পাকিস্তান নিজের আগ্রাসন মনোভাব বিসর্জন দিতে রাজি হননি।

Advertisement

Recent Posts