ফের চুরি করতে গিয়ে ধরা পড়লো পাকিস্তান

Advertisement

Advertisement

আমেরিকার পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি চুরি করতে গিয়ে ধরা পড়লো পাকিস্তানের পাঁচ ব্যবসায়ী। রাওয়ালপিণ্ডির “বিজনেস ওয়ার্ল্ড’-নামে একটি সংস্থার ওই পাঁচ কর্তাকে গ্রেফতার করেছে আমেরিকা। শুধু এবার নয় এর আগেও পাকিস্তানের বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগ এসেছে।

Advertisement

অভিযুক্ত পাঁচ জন কানাডা, হংকং ও ইংল্যান্ডে থেকে আন্তর্জাতিক একটি চক্রের মাধ্যমে পাকিস্তান অ্যাটমিক অ্যানার্জি কমিশন (পিএইসি)-কে বিভিন্ন দেশ থেকে প্রযুক্তি সরবরাহ করে বলে জানা গেছে মার্কিন সুত্র থেকে।

Advertisement

আরও পড়ুন : পৃথিবীর তাপমাত্রা আরও বাড়বে, ভেঙতে চলেছে ১৫০ বছরের রেকর্ড

Advertisement

ধৃত পাঁচ জন হল কামরান ওয়ালি (৪১), মহম্মদ এহসান ওয়ালি (৪৮) হাজি ওয়ালি মহম্মদ শেখ (৮২) আশরফ খান মহম্মদ এবং আহমেদ ওয়াহিদ (৫২)।ধৃত পাঁচ অভিযুক্তদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকনমিক পাওয়ার অ্যাক্টে ষড়যন্ত্রের মামলা দায়ের হয়েছে।

পাকিস্তানের নিজস্ব কোনো পরমানু প্রযুক্তি না থাকার কারণেই অন্যান্য দেশ থেকে প্রযুক্তি চুরি করছে বলে মনে করছে কুটনৈতিক মহলের একাংশ।তবে এই ঘটনায় ভারত-সহ পাকিস্তানের প্রতিবেশী দেশগুলি উদ্বেগের প্রকাশ করেছে।

Recent Posts