Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু, আশার আলোর দিকে তাকিয়ে গোটা বিশ্ব

অক্সফোৰ্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরী ভ্যাকসিন আজ থেকেই মানবদেহে ট্রায়াল শুরু হবে। এই ট্রায়াল যদি সফল হয়ে যায় তাহলেই করোনা থেকে রেহাই পাওয়া যাবে। অক্সফোৰ্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এতটাই এই ভ্যাকসিন নিয়ে…

Avatar

অক্সফোৰ্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরী ভ্যাকসিন আজ থেকেই মানবদেহে ট্রায়াল শুরু হবে। এই ট্রায়াল যদি সফল হয়ে যায় তাহলেই করোনা থেকে রেহাই পাওয়া যাবে। অক্সফোৰ্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এতটাই এই ভ্যাকসিন নিয়ে আশাবাদী যে তাঁরা ভ্যাকসিনটির ট্রায়ালের সময় থেকেই এটি তৈরির জন্য পাঠিয়ে দিয়েছেন। এরসাথে তাঁরা এই ভ্যাকসিনটিকে সেপ্টেম্বরের মধ্যেই বাজারে নিয়ে আসতে চান বলে জানা গেছে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন যে ব্রিটিশ সরকার ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালে সাহায্য করার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে ২ কোটি পাউন্ড দেবে। সেই সঙ্গে আরও ২.২৫ কোটির বেশি পাউন্ড দেওয়া হবে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকদের। এর সাথে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটাও বলেছেন যে সুস্থ ও প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার উপরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের ট্রায়াল করা হবে। ইংল্যান্ডের থেমস ভ্যালিতে মানুষের উপর ট্রায়াল চলবে বলে জানা গেছে। ১০ জানুয়ারি থেকেই এই করোনা প্রতিরোধকভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনা মোকাবিলায় বেশ খানিকটা এগিয়ে রয়েছে ব্রিটেন। কারণ, মারণ ভাইরাসটির টিকা আবিষ্কার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই দেশ। বিশ্বজুড়ে ক্রমাগত বাড়ছে সংক্রমণ। এখনও পর্যন্ত বিশ্বব্যাপী ২৫ লক্ষেরও বেশি মানুষ মারা গেছেন এই সংক্রমণে। যার মধ্যে ৮০ শতাংশই মানুষই ইউরোপ ও আমেরিকার বাসিন্দা। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজারের বেশি।

About Author