একুশে বাংলা বিধানসভা নির্বাচন বেশ জোরকদমে চলছে। ইতিমধ্যেই দুই দফা নির্বাচন হয়েছে বাংলা। এবার রাজ্যের সমস্ত রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করেছে তৃতীয় দফা নির্বাচনের। তৃতীয় দফা নির্বাচনে হাওড়া হুগলি বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র আছে। আজ সেই জন্য নির্বাচনী প্রচারে ঝড় তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার একটি রোড শোতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সেই রোড শোতে ঘটে বিপত্তি। চলতি পদযাত্রার মাঝে ঢুকে পরে একটি পাগল ষাঁড়। তারপর সে জনতার ভিড় দেখে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। ষাঁড়টিকে দলীয় সমর্থক থেকে শুরু করে পুলিশকর্মী অবধি কেউ বাগে আনতে পারেনি। সে লাগামছাড়া হয় এদিক ওদিক দৌড়াতে শুরু করেছিল। আর তাতেই পদযাত্রা উপস্থিত জনতা এদিক ওদিক দৌড়াতে গিয়ে পড়ে যায়। পরে পুলিশের লাঠির সাহায্যে ষাঁড়টিকে নিয়ন্ত্রণে আনা হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে প্রচারের জন্য আজ হাওড়ার পিলখানায় একটি পদযাত্রা উপস্থিত ছিলেন। তার পদযাত্রা ইছাপুর থেকে হাওড়া ময়দান হয়েও উত্তর হাওড়া পিলখানা জি টি রোড এর কাছে পৌঁছেছিল। আর তখনই ঘটে বিপত্তি। হঠাৎ করে পদযাত্রার মাঝে শুরু হয় ষাঁড়ের তাণ্ডব। আসলে ওই ষাঁড় পদযাত্রার মধ্যে ঢুকে পড়ে এবং বাদ্যযন্ত্র ও মানুষের কোলাহলে ভয় পেয়ে যায়। আর তার ফলেই এদিক ওদিক দৌড়াদৌড়ি করা শুরু করে সে। প্রথমে উপস্থিত জনতা দড়ি দিয়ে ষাঁড়টিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তারা বিফল হয়। পরে পুলিশকর্মী এসে লাঠি উঁচিয়ে ষাঁড়টিকে ফাঁকা জায়গায় নিয়ে যায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমুখ্যমন্ত্রীর পদযাত্রায় ষাঁড়ের তাণ্ডবের ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা ভিডিওটিতে প্রচুর পরিমাণে শেয়ার করছে। অনেকে ভিডিওর কমেন্ট সেকশনে রাজনৈতিক উপদেশ দিয়ে গেছেন। তবে ঘটনাতে কেউ আহত হয়নি। কয়েকজন দৌড়াদৌড়ির মাঝে পড়ে গিয়ে আঘাত পেলেও তা গুরুতর কিছু না।