Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাচ্চা হাতির জন্মদিন সেলিব্রেশন, শুঁড় দিয়ে কাটল কেক, ভাইরাল ভিডিও

টেবিলের উপর ইয়া বড় কেক, শুঁড় দিয়ে কেক কাটছে বার্থ ডে গার্ল। একটা বাচ্চা নাদুস নুদুস হাতি দুলে দুলে এসে শুঁড় দিয়ে কেক কেটে খেয়ে নেয়। চারিদিকে সবাই ক্যামেরা হাতে…

Avatar

টেবিলের উপর ইয়া বড় কেক, শুঁড় দিয়ে কেক কাটছে বার্থ ডে গার্ল। একটা বাচ্চা নাদুস নুদুস হাতি দুলে দুলে এসে শুঁড় দিয়ে কেক কেটে খেয়ে নেয়। চারিদিকে সবাই ক্যামেরা হাতে রেডি, ছবির পর ছবি ভিডিও। ভাইরালও হয় সেই ভিডিও। মাত্র এক বছরের খুদে হাতির শাবক কোন দিকে না তাকিয়ে কেকের সামনে এসে গবগব করে কেক খেতে শুরু করে।

ওহ! এই বার্থ ডে গার্লের নাম ‘শ্রীকুট্টি'(Sreekutty)। কেক কাটার পর শ্রীকুট্টিকে ক্যামেরার সামনে অনেক পোজ দিতে হয়। গত বছর নভেম্বরে থমলা বন এলাকা (Thenmala forest) থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। বর্তমানে এই শাবক রয়েছে কোটুর হাতি পুনর্বাসন কেন্দ্র, কেরল (Kottoor Elephant Rehabilitation Centre, Kerala)..দেখুন ভিডিও…………

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

About Author