করোনায় প্রথম মৃত্যু বাংলাদেশে, নতুন করে আক্রান্ত চারজন

Advertisement

Advertisement

এবার করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হলো বাংলাদেশে। করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো। আজ বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছে একথা। এর সাথে নতুন করে আবার চারজন আক্রান্ত হয়েছে বলেও জানা যাচ্ছে। নতুন করে যে চারজন আক্রান্ত হয়েছে তাদের মধ্যে দুজন ইতালি থেকে এবং একজন কুয়েত থেকে কিছুদিন আগেই বাংলাদেশে ফিরেছিলেন।

Advertisement

জানা যাচ্ছে যিনি মারা গেছেন তার বয়স ৭০ বছর। তিনি অন্য একজন করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। সেখান থেকেই তার শরীরে ভাইরাস ছড়ায়। এছাড়া তাঁর ডায়াবেটিস এবং কিডনির সমস্যা ছিল বলেও জানানো হয়েছে আইইডিসিআরের তরফে। আইইডিসিআরের অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ বিকেলে এক সাংবাদিক সম্মেলন করেন, সেখানেই তিনি এই খবরটি দেন।

Advertisement

আরও পড়ুন : VIP হোক বা অন্য কেউ… প্রত্যেকেরই করোনা পরীক্ষা করাতে হবে, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Advertisement

এদিকে নতুন করে চারজনেক কোয়ারিন্টনে রাখা হয়েছে। তাঁরা সকলে ঢাকা মেডিকেল কলেজের চার চিকিৎসক বলে জানা গেছে। বুধবার ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ একথা জানিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের খবর পাওয়ার পর থেকেই মেডিকেল কলেজে প্রতিদিন অনেক রোগী জ্বর, সর্দি, কাশি নিয়ে আসছেন। তাদের মধ্যে চারজনকে সরকারের বরাদ্দ করা বিশেষ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসার দায়িত্বে ছিলেন যারা তাদের হোম কোয়ারিন্টনে রাখা হয়েছে।’