Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দীপাবলির বিশেষ দিনে ‘রাম সেতু’-র উদ্বোধনে অক্ষয় কুমার, দেখে নিন নতুন ছবির পোস্টার

Updated :  Saturday, November 14, 2020 6:56 PM

দীপাবলির বিশেষ দিনে নিজের পরবর্তী ছবির পোস্টার পোস্ট করলেন ‘লক্ষ্মী’ র নায়ক অক্ষয় কুমার। ছবির পোস্টারের পাশাপাশি মুভির নাম প্রকাশ করেছেন তিনি। তাঁর পরবর্তী ছবির নাম ‘রাম সেতু’। সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তিনি এই ছবি পোস্ট করেন। আজকের দিনেই রাবণ বধের পর শ্রী রাম চন্দ্র মাতা সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে আসেন। এই দিন অযোধ্যা সেজে উঠেছিলো প্রদীপের আলোতে। মা সীতার আগমনে খুশি হয়ে উঠেছিলো জগত। তাই আজকের মত বিশেষ দিনে পরবর্তী ছবির সুচনা করলেন অক্ষয়।

এই ছবির পরিচালক অভিষেক শর্মা এবং প্রযোজনা করেছেন অরুণা ভাটিয়া ও বিক্রম মালহোত্রা। এই দিন নতুন ছবির পোস্টার শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘এই দীপাবলিতে রামের আদর্শকে ভারতীয়দের মধ্যে উজ্জীবিত করতে আগামী প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে একটা সেতু নির্মাণ করা হোক। একটি বিরাট কাজ রয়েছে ভবিষ্যতের জন্য। আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা, রাম সেতু! সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা।’ কয়েকদিন আগেই অক্ষয় কুমার ও কিয়ারা আডবানীর ‘লক্ষ্মী’ মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে। হাতে রয়েছে আরও কিছু মুভির কাজ যার মধ্যে ‘রাম সেতু’-র কথা আজকের দিনেই শেয়ার করেন অভিনেতা সকলের সঙ্গে।