Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মা ও ছেলের যুগলবন্দী! তবলা বাজালেন বৃদ্ধা মা, হারমোনিয়ামে ছেলে, ভাইরাল ভিডিও ফেসবুকে

Updated :  Tuesday, October 6, 2020 1:08 PM

‘তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না। তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।’ আহা কি অপূর্ব গানের লাইন। শুনলেই মন ভালো হয়ে যায়। এখন তো বেশি করে মন ভালো রাখার ওষুধ রাখা দরকার আমাদের। তাই গানই হল একমাত্র মন ভালো রাখার ওষুধ। এই করোনা আবহয়ে মানুষের বেঁচে থাকা দায় হয়ে উঠছে।

যে ভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে করে ঘরের বাইরে পা রাখা মানেই আশঙ্কা। এই জন্যেই ঘরে বসে আমোদ প্রমোদ করার থেকে উত্তম পন্থা আর কি হতে পারে? তাইতো মা ছেলে বসে শুরু করে দিলেন গানের জলসা। বৃদ্ধা মা বাজালেন তবলা আর ছেলে হারমোনিয়াম বাজিয়ে সুর তুললেন ‘তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না…’ চলুন ভিডিওটি একবার দেখে নিই।

মা ও ছেলের এমন যুগলবন্দী দেখলে আপনিও ভাবতে বাধ্য হবেন যে গানের কোন বয়স হয় না, শিল্পীর কোন বয়স হয় না। শুধু মনে অদম্য ইচ্ছা আর প্রেরণা থাকলেই যে কোন বয়সে যা কিছু করা যায়। ঠিক এই বৃদ্ধা মা নিজেও তবলায় তাল দিয়ে বুঝিয়ে দিলেন বয়স কোন ফ্যাক্টার নয়, প্যাশনটাই আসল কোথা।