Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আসতে চলেছে Ola র নতুন ইলেকট্রিক স্কুটার, এক চার্জে চলবে ১৫০ কিমি

খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Ola র ইলেকট্রিক স্কুটার। পৃথিবীর বৃহত্তম ই-স্কুটার তৈরির কারখানা এখন প্রায় অনেকটাই শেষের দিকে। কিছুদিন আগে এমনটাই টুইট করে জানানো হয়েছে Ola এর পক্ষ থেকে।…

Avatar

By

খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Ola র ইলেকট্রিক স্কুটার। পৃথিবীর বৃহত্তম ই-স্কুটার তৈরির কারখানা এখন প্রায় অনেকটাই শেষের দিকে। কিছুদিন আগে এমনটাই টুইট করে জানানো হয়েছে Ola এর পক্ষ থেকে। এর সাথে পেট্রলের এবং ডিজেলের দাম এমন হারে বাড়ছে যে তা থেকে এই স্কুটার মানুষকে একটি শান্তি প্রদান করবে বলে মনে করছে কোম্পানি। Ola র উদ্যোগে দেশের পরিবহণ ব্যবস্থা অনেক পরিবর্তিত হবে বলে মনে করছে কোম্পানি।

বেঙ্গালুরু থেকে ১৫০ কিমি দূরে তামিলনাড়ুর বিশেষ অঞ্চলে ৫০০ একর জমির ওপর তৈরি হচ্ছে এই ইলেকট্রিক স্কুটির কারখানা। সূত্র হতে জানা গিয়েছে যে এই কারখানার প্রথম দিকের পথ অনেকটা শেষের দিকে। তাদের মতে আর ৪ মাসের মধ্যে শেষ হয়ে যাবে কারখানার কাজ। অন্যদিকে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে এই স্কুটার লঞ্চের পরে পরিবহনের সমস্যা অনেকটা মনে যাবে। এছাড়াও দেশ জুড়ে হাইপার চার্জার তৈরির উদ্যোগ নিয়েছে কোম্পানি। ৪০০ টি শহরে ১ লাখেরও বেশি চার্জিং ষ্টেশন তৈরি করা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বছরেই ১০০ টি শহরে ৫ হাজার চার্জিং পয়েন্ট তৈরির পরিকল্পনা নিয়েছে কোম্পানি। এই হাইপার নেটওয়ার্ক দুই ধরনের ফর্ম্যাটে কাজ করবে বলে জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে। সম্প্রতি জানা গিয়েছে যে, এই ইলেকট্রিক স্কুটারটিতে যে ব্যাটারি রয়েছে তা কেবল ১৮ মিনিটে ৫০% চার্জ হয়। কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে যে এই চার্জে স্কুটারটি ৭৫ কিমি চলতে সক্ষম। অন্যদিকে ফুল চার্জে এই স্কুটার চলতে সক্ষম ১৫০ কিমি পথ, যা এই স্কুটারটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে কোম্পানির বক্তব্য।

About Author