Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Yash-Nusrat: সমুদ্রের মাঝেই নুসরাতকে কাছে টেনে অবাক যশের, ভিদিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Updated :  Wednesday, September 14, 2022 12:42 PM

গতবছরের মাঝের দিক থেকেই যশ ও নুসরাতের সম্পর্ক মিডিয়ার চর্চার বিষয়বস্তু। নিখিল জৈনের সাথে তার বিবাহবিচ্ছেদ, যশের সাথে সম্পর্ক, মা হওয়া সবটা মিলিয়েই এই তারকা জুটি ছিলেন তুমুল চর্চিত। তবে এখন যে পরিস্থিতি কিছুটা বদলেছে তা নয়। এখনো কারণে-অকারণে প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় তাদের। তাদের যেকোনো ছবি কিংবা পোস্ট মিডিয়ার কাছে ও তাদের অগণিত ভক্তমহলের মাঝে রীতিমতো চর্চার বিষয়বস্তু, সেকথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই প্রায়ই তার একাধিক ঝলক মেলে।

বেশ কয়েক সপ্তাহ ধরে নিজেদের ফুকেট ঘুরতে যাওয়ার একাধিক ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিতে দেখা যাচ্ছিল এই চর্চিত তারকা জুটিকে। যশ ও নুসরাত যে একসাথেই ফুকেটে ছুটি কাটাতে গিয়েছিলেন তা শুরু থেকেই বুঝেছিল নেটমহল। তবে একসাথে তাদের দেখা মিলছিল না। আলাদা আলাদাভাবেই ফুকেটে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে নিতে দেখা যাচ্ছিল তাদের। তাদের একসাথে দেখা না মেলায় কিছুটা হলেও মনক্ষুণ্য হচ্ছিলেন তাদের ভক্তমহল। তবে এবার ভক্তদের মন ভালো করে দিয়েছেন এই তারকা জুটি। অবশেষে ফুকেটে তাদের একসাথে কাটানো মুহূর্তের ছবি প্রকাশ্যে এলো, যা দেখা মাত্রই মন্তব্য করলেন তনুশ্রী চক্রবর্তী।

কখনো হলুদ ক্রপটপে বাঘের সাথে, আবার কখনো নীল বিকিনিতে সমুদ্রের মাঝে দেখা যাচ্ছিল নুসরাতকে। অন্যদিকে যশও পিছিয়ে ছিলেন না। অবশ্য বাঘের সাথে দুজনকেই একসাথে ছবি তুলতে দেখা গিয়েছিল, সেই ঝলকও মিলেছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। তবে আপাতত দুজনকে একসাথে সমুদ্রের মাঝে বোর্টের মধ্যে রোমান্স করতে দেখা গিয়েছে। নীল সমুদ্রের মাঝেই নুসরাতকে আঁকড়ে ধরেছিলেন যশ। তাদের চোখে মুখে একে অপরের প্রতি ভালোবাসা ছিল স্পষ্ট।

মঙ্গলবার একটি রিল ভিডিও আকারে সেই মুহূর্তই শেয়ার করে নিয়েছেন দুজনে। আর এই ভিডিও দেখে চুপ করে থাকতে পারেননি তনুশ্রীও। কমেন্টবক্সে মজার ছলে মন্তব্য করে লিখেছেন, ওলেবাবালে পারিনা পারিনা। আর অভিনেত্রীর এই মন্তব্য খুব স্বাভাবিকভাবেই যে নজর এড়ায়নি নেটনাগরিকদের, তা স্পষ্ট। তনুশ্রীর সাথে নুসরাতের বন্ধুত্বের কথা অজানা নয় কারোরই। প্রাক মাতৃত্বকালীন সময় থেকেই তাদের একসাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা মিলেছিল শ্রাবন্তীরও। সেইসময় তাদের সেইসমস্ত ছবি নিয়েও কম বিতর্ক হয়নি মিডিয়াতে। তবে সম্প্রতি তনুশ্রীর মন্তব্য সূত্র ধরেই আরো বেশি করে সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চিত এই তারকা জুটি।