Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বসিরহাট হাসপাতালে আইসিইউ চালু করলেন অভিনেত্রী নুসরাত জাহান

এবার থেকে আর রোগীর প্রাণ বাঁচানোর জন্য ছুটতে হবে না দূরের কোন হাসপাতালে। এবারে বসিরহাট জেলা হাসপাতালে চালু করে দেওয়া হল আইসিইউ পরিষেবা। বসিরহাট বাসীর চিকিৎসা ক্ষেত্রে ভালো পরিষেবা দেবার…

Avatar

এবার থেকে আর রোগীর প্রাণ বাঁচানোর জন্য ছুটতে হবে না দূরের কোন হাসপাতালে। এবারে বসিরহাট জেলা হাসপাতালে চালু করে দেওয়া হল আইসিইউ পরিষেবা। বসিরহাট বাসীর চিকিৎসা ক্ষেত্রে ভালো পরিষেবা দেবার জন্য নুসরাত জাহান (Nusrat Jahan) তার সাংসদ তহবিলের টাকা দিয়ে হাসপাতালের আইসিইউ বেড তৈরি করার ব্যবস্থা করে দিলেন। এছাড়াও সেখানকার জন্য কিনে দিলেন অতি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ভেন্টিলেটর। বৃহস্পতিবার বসিরহাটের নিজে তিনি ওই আইসিইউ এর উদ্বোধন করেন।

ওই জেলা হাসপাতালে সুপার স্পেশালিটি বিল্ডিং চালু ছিল কিন্তু সেখানে আইসিইউ ওয়ার্ড ছিল না। এই মহাকুমার অন্তর্গত প্রত্যন্ত অঞ্চলের রোগীদের নিয়ে তাই ছুটতে হত কলকাতায়। এবারে আর সেই ঝক্কি রইল না। পাশাপাশি এবার থেকে আর নার্সিংহোমে প্রচুর খরচ করিয়া চিকিৎসা করাতে হবে না। নিজের সংসদীয় এলাকায় বেশ কয়েকবার আইসিইউ তৈরি করার দাবি উঠেছিল নুসরাতের কাছে। শেষমেষ তিনি সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি নিজের দায়িত্ব পালন করে সেখানে ভেন্টিলেটর কিনে আইসিইউ চালু করেন। বসিরহাট বাসিকে ভোটের প্রাক্কালে নতুন স্বাস্থ্যপরিসেবা দিয়ে আশ্বস্ত করলেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিকেল ৩ টে নাগাদ নুসরত সেই আইসিইউ এর উদ্বোধন করলেন। তিনি ছাড়াও এদিন ছিলেন স্বাস্থ্য জেলা আধিকারিক দেবব্রত মুখোপাধ্যায়, হাসপাতাল সুপার কালিপদ পোদ্দার সহ আরো অনেকে। বসিরহাট দক্ষিণের বিধায়ক দিপেন্দু বিশ্বাস (Dipendu Biswas) সেখানে উপস্থিত ছিলেন। নুসরাত বলেছেন,”এই ধরনের আইসিইউ এবং ভেন্টিলেটর প্রয়োজন ছিল। এখানে এই সমস্ত ছিল না। তাই আজ এই হাসপাতলে ভেন্টিলেটর তৈরি করে দিতে হবে অত্যন্ত খুশি আমি। মানুষকে পরিষেবা দিয়ে আমরা খুশি থাকব।”

About Author