Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হলুদের পর ব্ল্যাকে মজলেন অভিনেত্রী নুসরত জাহান, রইল নজর কাড়া ভিডিও

কিছুদিন আগেই হলুদে মেতেছিলেন অভিনেত্রী নুসরত জাহান। এবারে মেতেছেন হট ব্ল্যাকে। কালো ড্রেস কালো লিপস্টিকে বোল্ড অবতারে হাজির নুররত সোশ্যাল মিডিয়ায়।নুসরতের স্টানিং লুক প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনদের নজর কেড়েছে।  …

Avatar

কিছুদিন আগেই হলুদে মেতেছিলেন অভিনেত্রী নুসরত জাহান। এবারে মেতেছেন হট ব্ল্যাকে। কালো ড্রেস কালো লিপস্টিকে বোল্ড অবতারে হাজির নুররত সোশ্যাল মিডিয়ায়।নুসরতের স্টানিং লুক প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনদের নজর কেড়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নুসরত ক্যাপশনে লিখেছেন ‘স্টাইল ফ্যাকাসে হলেও ফ্যাশন কিন্তু চিরাচরিত’।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া মাত করে রেখেছেন নিজের উষ্ণ আবেদনপূর্ণ একের পর এক ছবি দিয়ে। সম্প্রতি মিমি-র সঙ্গে জুটি বেধে নামতে চলেছেন বড় পর্দায়। তারই শ্যুটিং চলছে কলকাতায়।

তবে নুসরতের এই ছক ভাঙ্গা সাজ মনে করিয়ে দেয় সারা আলি খানের নীল লিপস্টিকের কথা। সম্প্রতি সারা আলি খান আনলক ৪ এ সমুদ্র সৈকতে গিয়েছিলেন, ঠোঁট রাঙিয়ে ছিলেন নীল লিপস্টিকে। এদিকে বাংলার নুসরত সাজলেন ব্ল্যাক টপ, ব্ল্যাক গ্লসি প্যান্ট, ব্ল্যাক লিপস্টিক সবকিছু মিলিয়ে নুসরাতের ভিডিও পোস্ট দর্শকদের নজর কেড়েছে।

About Author