Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Nusrat-Yishaan: ঈশানের ধারে কাছেও কাউকে আসতে দিচ্ছেন না নুসরত! নিজেই জানালেন সে কথা

২৬ শে আগস্ট পুত্র সেই সন্তানের জন্ম দেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। ছেলের বয়স মাত্র ১ মাস এর মাঝেই চলতি মাসের প্রথমেই শ্যুটিং ফ্লোরে ফিরেছেন অভিনেত্রী নুসরত জাহান। অবশ্য…

Avatar

By

২৬ শে আগস্ট পুত্র সেই সন্তানের জন্ম দেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। ছেলের বয়স মাত্র ১ মাস এর মাঝেই চলতি মাসের প্রথমেই শ্যুটিং ফ্লোরে ফিরেছেন অভিনেত্রী নুসরত জাহান। অবশ্য এর আগেও ছেলেকে বাড়িতে রেখে যশ নুসরত পার্টিতে হাজির হচ্ছেন তো কখনো প্রমোশ্যানাল ফটোশ্যুটেও অংশ নিচ্ছেন। এর জেরে নীতি পুলিশের সমালোচনার মুখে পড়েছেন তারকা সাংসদ। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই তিনি কাজ করছেন। আর অভিনেত্রী জানিয়েছেন, তাঁর বৃহত্তর এক পরিবার রয়েছে এবং সবার স্বার্থেই তাঁকে কাজে ফিরতে হয়েছে। 

গত ১লা অক্টোবর থেকে নিজের নতুন সিনেমা ‘জয় কালী কলকাত্তাওয়ালি’র শ্যুটিং শুরু করেছেন নুসরত জাহান। সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত এই নতুন ছবিতে নুসরতের নায়ক সোহম চক্রবর্তী। প্রথম দিন ঈশান জননীকে কেক কেটে স্বাগত জানান তাঁর সহকর্মীরা। জানা গিয়েছে খুব কম সময়েই শ্যুটিং সারছেন নুসরত। কারণ একটাই বাড়ি ফেরার তাড়াতে তিনি যত তাড়াতাড়ি সম্ভব শ্যুটিং সম্পন্ন করছেন। কারণ ছেলেকে সামলাতে হবে। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নুসরত নিজেই ঘোষণা করলেন তিনি একজন মা হিসাবে কতটা ‘প্রোটেক্টিভ’ তিনি। 

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে ঈশানের চেয়ে বেশি মূল্যবান আর কিছুই নেই অভিনেত্রীর জীবনে, তা তিনি আগেই ঘোষণা করেছেন নতুন মাম্মা। এদিন তিনি একটি মজাদার ছবি শেয়ার করে নুসরত বুঝিয়ে দিলেন, এই মুহূর্তে অন্য কাউকে ছোট্ট ঈশানের গায়ে হাত দিতে দিচ্ছেন না তিনি। এমনকি কোনওরকমের আদর, স্নেহ কিচ্ছুটি নয়। এমনকি একরত্তিকে সামলাতে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিলে তাও এক ঝটকায় বারণ করছেন নুসরত। ঈশানের কাছে শুধু পাপা যশ দাশগুপ্ত অবশ্যই ছাড় পাচ্ছেন। 

Nusrat-Yishaan: ঈশানের ধারে কাছেও কাউকে আসতে দিচ্ছেন না নুসরত! নিজেই জানালেন সে কথা

নায়িকার ঘনিষ্ঠমহল থেকে জানা গিয়েছে, এইসময় নিজের বাড়িতে খুব একটা বেশি কাউকে নিমন্ত্রণ জানাচ্ছেন না নুসরত। যদি কেউ এসেও যায় তাহলে ঈশান দর্শন হচ্ছেনা। এমনকি ছেলের মুখ এখনো অনুগামীদের ও দেখায়নি। যশরতের ঘনিষ্ঠরা ঈশানের দেখা পায়নি। কাজে ফেরা প্রসঙ্গে নুসরত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এখন রাতে ঘুমাচ্ছেননা আর দিনের বেলা কাজ করছি। আসলে জীবনে অনেকগুলো দায়িত্ব আর চরিত্র পালন করতে হচ্ছে। ঈশানের মা জানান, ‘তিনি একদিকে যেমন অভিনেত্রী, অন্যদিকে একজন মা, আবার একজন মেয়ে আবার জনপ্রতিনিধিও। তাই সবকিছু সামলানো সত্যিই খুব কঠিন।

মাতৃত্বের আভায় আরও সুন্দরী হয়ে উঠেছেন নুসরত। ছেলেকে সামলানোর পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়াতেও সমানতালে সক্রিয় নায়িকা। প্রতিদিন নিত্যনতুন ফটোশ্যুটের ঝলক শেয়ার করে চলেছেন নুসরত। এমনকি অভিনেত্রীর শরীরে একফোঁটা বেবি ফ্যাট জন্মায়নি। কেউ প্রথম দেখলে বুঝবেনা তিনি এক ছেলের মা। আগামী ৮ই অক্টোবর পর্যন্ত ‘জয় কালী কলকাত্তাওয়ালি’র শ্যুটিং সারবেন নুসরত, তারপর পুজোর ছুটি। মা হওয়ার পর প্রথম দুর্গাপুজো নুসরতের। তাই একটু স্পেশাল এই পুজো।

About Author