নিউজ

গ্যাস সিলিন্ডার ডেলিভারির সময় করতে হবে QR কোড স্ক্যান, জানুন এই নতুন নিয়মের সুবিধা

গ্রাহকদের স্বার্থে 'পিওর ফর শিওর' নামে একটি নতুন উদ্যোগ শুরু করছে গ্যাস কোম্পানিগুলি

Advertisement

Advertisement

আজকাল প্রতিটি রান্নাঘরে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। সরকার ক্রমাগত এটি প্রচার করার চেষ্টা করছে।সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনারও উদ্দেশ্য ঘরে ঘরে যাতে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো এবং সেই সাথে পরিবেশ দূষণ রোধ করতে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারের দিকে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এখন অনলাইনে গ্যাস বুক করলে এজেন্টরা বাড়ির দোরগোড়ায় সিলিন্ডার পৌঁছে দিয়ে যায়। তবে এই কাজের মাঝে অনেকেই সিলিন্ডার জালিয়াতির অভিযোগে আনে। তাই এবার গ্রাহকদের স্বার্থে ‘পিওর ফর শিওর’ নামে একটি নতুন উদ্যোগ শুরু করা হয়েছে। এর উদ্দেশ্য এলপিজি সিলিন্ডারের গুণমান ও পরিমাণে স্বচ্ছতা বৃদ্ধি এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা।

Advertisement

এবার থেকে জালিয়াতি রুখতে গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়া প্রতিটি এলপিজি সিলিন্ডারে একটি টেম্পার-প্রুফ সিল এবং QR কোড থাকবে। QR কোড স্ক্যান করলে, গ্রাহকরা সিলিন্ডারের ওজন, সিল চিহ্ন, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের একটি পপ-আপ দেখতে পাবেন। QR কোড স্ক্যান না হলে, সিলিন্ডার ডেলিভারি বন্ধ হয়ে যাবে। এই সিস্টেমের মাধ্যমে কোম্পানি ও গ্রাহকদের মাঝে এজেন্টদের কারসাজির সমস্ত পথ বন্ধ হয়ে যাবে।

Advertisement

এই উদ্যোগের ফলে এলপিজি সিলিন্ডারের গুণমান ও পরিমাণ নিশ্চিত করা যাবে। সেইসাথে স্বচ্ছতা বৃদ্ধি এবং গ্রাহকদের বিশ্বাস অর্জন করতে পারবে কোম্পানিগুলি। আর ডেলিভারি সময়সূচী এবং রুট অপ্টিমাইজেশন উন্নত করা যাবে। এক BPCL কর্মকর্তা জানিয়েছেন যে, “এই উদ্যোগ এলপিজি ইকোসিস্টেমে বিদ্যমান সমস্যা সমাধানে সাহায্য করবে।”

Advertisement

Recent Posts