শুধু সেলিব্রেটি নন, একুশের ভোটে এবার প্রার্থী হতে পারবেন আপনিও, তৃণমূল ভবনে বসল ড্রপ বক্স

Advertisement

Advertisement

কলকাতা: ব্র্যাণ্ড মমতা (Mamata) গড়ে দেবে ফারাক, একুশের নির্বাচনে (Election) কোন কেন্দ্রে, কোন প্রার্থী দাঁড়াবে, সেটা যদি একটা বড় ফ্যাক্টর হয়, তার মধ্যেও আরও বড় ফ্যাক্টর হল স্লোগান। এক এক দল এক এক স্লোগান তুলছে, উঠছে কপিরাইট ইস্যু (Copyright Issue), অন্য দল নিজেদের কাজের জন্য ব্যাবহার করে নিচ্ছেন, বের করছেন একে অপরকে টেক্কা দেওয়ার মতোই স্লোগান। তৃণমূল (TMC) মমতা সেন্টিমেন্ট কাজে লাগাতে ব্যাবহার করেছিল ‘দিদিকে বলো’ (Didike Bolo), ‘বাংলার গর্ব মমতা’র স্লোগান।

Advertisement

ভোটের মুখে তৃনমূল শুরু করেছে ‘খেলা হবে’। আর তার পর থেকেই রীতিমত অন্যান্য দলের মধ্যেও বেশ বড়ো প্রভাব ফেলেছে সেই খেলা ঘোরানোর গল্প। খেলা ঘোরাতেই একে অপরকে কটাক্ষ করছে, নিজেদের সভা মঞ্চ থেকে প্রশ্নও তুলছে কোন খেলা ঘোরানোর কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেউ কেউ আবার একধাপ এগিয়ে বাড়িয়ে দিচ্ছেন স্লোগানকে। কালই রাজ্যের বিজেপির নেতা আনুপম হাজরা জানিয়েছিলেন, “খেলা হবে নলের ডগায়।”

Advertisement

Recent Posts