সৌরভের পর এবার দাদা স্নেহাশিসের হার্টে ব্লকেজ, বসতে চলেছে স্টেন্ট

Advertisement

Advertisement

কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Soueav Ganguly) পর এবার তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের (Snehasish Ganguly) হার্টেও স্টেন্ট বসতে চলেছে। এই ব্যাপারে জানিয়েছেন স্নেহাশিস নিজেই। সৌরভ হাসপাতালে থেকে বাড়ি ফিরে আসার পর তাঁরও হৃদযন্ত্রে পরীক্ষা করা হয়। সেই সময়ই এই ব্লকেজ পাওয়া যায়। তখনই চিকিৎসকেরা পরামর্শ দিয়েছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব স্টেন্ট বসিয়ে নিতে।

Advertisement

চলতি মাসের ২ তারিখ সকালবেলা বাড়িতে জিম করতে করতেই  ঝিমুনিভাব আসে সৌরভের। তারপরই আচমকা সবকিছু ব্ল্যাক আউট হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক পরীক্ষার পর দেখা যায়, সৌরভের হার্টে তিনটে ব্লকেজ রয়েছে। সেদিন অর্থাৎ শনিবারই বিকেলবেলা অ্যাঞ্জিওপ্লাস্টি হয় সৌরভের। সেইসময় তাঁর হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়েছে।

Advertisement

এরপর হাসপাতাল থেকে সৌরভকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু, হাসপাতালের পক্ষ থেকেই সৌরভের বাড়িতে সর্বক্ষণের জন্য একজন চিকিৎসক পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনিই সৌরভের দেখভাল করেন। জানা গেছে, চিকিৎসকদের কঠোর নিয়মবিধি মেনেই চলতে হচ্ছে সৌরভকে। চলতি মাসের শেষের দিকে কলকাতার বাইরের কোনও হাসপাতালে সৌরভের হার্টে বাকি দুটো স্টেন্ট বসানো হবে বলে জানা গেছে।

Advertisement

তবে স্নেহাশিস জানালেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর সৌরভই কার্যত জোর করে তাঁকে হার্টের পরীক্ষা করাতে বলেন। তখনই দেখা যায় যে তাঁরও হার্টে ব্লকেজ রয়েছে। অতঃপর তিনি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন। তাঁরাই স্নেহাশিসকে অ্য়াঞ্জিওপ্লাস্টির মাধ্যমে স্টেন্ট বসানোর উপদেশ দেন। জানা গেছে, উডল্যান্ডস হাসপাতালেই স্নেহাশিসের স্টেন্ট বসবে। যে চিকিৎসকের তত্ত্বাবধানে সৌরভ ছিলেন, স্নেহাশিসও তাঁর অধীনেই থাকবেন।

সৌরভকে যেমন ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব সামলাতে হচ্ছে, তেমনই স্নেহাশিসকেও ক্রিকেট অ্যাসোসিয়েশন অপ বেঙ্গলের (CAB) দায়িত্ব সামলাতে হবে। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব পদে রয়েছেন স্নেহাশিস।