এবারের আইপিএলে দল পেলেন না হরভজন, নাইট শিবিরে কামব্যাক করলেন সাকিব

Advertisement

Advertisement

মুম্বই: ২১-এর IPL-এ দল পেলেন না হঅরভজন সিং (Harbhajan Singh)! আইপিএলের পঞ্চম সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ভারতীও দলের এক সময়ের ১ নম্বর স্পিনার (Spimer) হরভজন সিং এর ২১-এর কোটিপতি লিগে জায়গা হল না। হরভজনের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কিন্তু আজ, বৃহস্পতিবার (Thursday) নিলাম টেবিলে (Auction Table) কোনও দল তাঁকে কিনতে আগ্রহ দেখাল না।

Advertisement

ফলে তিনি অবিক্রিত থেকে গেলেন। ২০১৬ সালের পর থেকে জাতীয় দলের বাইরে হরভজন। বর্তমানে ঘরোয়া ক্রিকেট খেলেন না। মুম্বই ইন্ডিয়ান্স দলে খেলেছেন টানা ১০ বছর। পর সিএসকেতে তিনি যোগ দেন ২০১৮ সালে। দুই দলে ৪ বার আইপিএল জিতেছেন তিনি। আর এবার তাঁকে কিনল না কোন দলই।

Advertisement

অপরদিকে, কেকেআর দলে কামব্যাক করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। দাম উঠল ৩.২ কোটি টাকা। সাকিবের বেস প্রাইস ছিল ২ কোটি। আগে ২০১২ এবং ২০১৪ সালে কেকেআর এর হয়ে খেলেছেন সাকিব।

Advertisement

গম্ভীরের নেতৃত্বে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি। তাঁকে কিনতে লড়াই করেছিল পাঞ্জাব। কিন্তু দামের দিক থেকে পাল্লা দিতে পারলেন না প্রিতির দল পাঞ্জাব।