দামে একদম সস্তা, নতুন অবতারে বাজার কাঁপাতে আসছে NOKIA 5310

Advertisement

Advertisement

ভারতের বাজারে লঞ্চ হয়ে গেছে নতুন Nokia 5310 ফোনটি। সম্ভবত এটি পুরনো Nokia 5310 Xpress music এর নতুন ভার্সন। এই ফোনটির বৈশিষ্ট্যের মধ্যে অনেকটাই নতুনত্ব রয়েছে।

Advertisement

ফোনটিতে রয়েছে microSD কার্ড স্লট, MP3 প্লেয়ার, FM রেডিও এবং ডুয়াল ফ্রন্ট-ফেসিং স্পিকার। এছাড়াও Nokia 5310 তে ডুয়াল সিম স্লট রয়েছে যেটিতে 2G কানেকশনেরও সুবিধা পাওয়া যাবে।

Advertisement

ভারতে নতুন Nokia 5310 ফোনটি পাওয়া যাবে 3,399 টাকায়। হ্যান্ডসেটটি আগামী 23শে জুন থেকে Amazon.in এবং নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ থাকবে। তবে আজ থেকেই এটির বুকিং করা যাবে। ফোনটি সাদা/লাল এবং কালো/লাল রঙে পাওয়া যাবে।

Advertisement

আসুন জেনে নিই কিছু ফোনটির বৈশিষ্ট্য সম্পর্কে –

1. 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে এবং ফিজিক্যাল T9 কিবোর্ড।

2. মিডিয়াটেক MT6260A চিপসেট সাথে 8MB RAM এবং 16MB ইন্টার্নাল স্টোরেজ যা 32 GB পর্যন্ত বর্ধিত করা যাবে।

3. 0.3 MP রিয়ার ক্যামেরা।

4. 1200 mAh ব্যাটারি।

5. ডুয়াল সিম সাপোর্ট সাথে 2G কানেক্টিভিটি, 3.5mm অডিও জ্যাক, FM রেডিও সুবিধা।

Recent Posts