নিউজরাজ্য

রাজ্যে মাস্কবিহীন থাকবে না কেউ, নতুন পদক্ষেপ রাজ্য সরকারের

Advertisement
Advertisement

কলকাতা: দেশে করোনা পরিস্থিতি ভালর দিকে হলেও রাজ্যে করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এমনকি কলকাতা, উত্তর 24 পরগনায় কার্যত পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমন। আর তাই করোনাকে রুখতে আরও এক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। কোনও মানুষ যাতে মাস্কবিহীন না থাকে, তার ব্যবস্থা করছে রাজ্য প্রশাসন।

Advertisement
Advertisement

মঙ্গলবার রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার জন্য এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, অর্থসচিবের পাশাপাশি ছিলেন সমস্ত জেলার জেলাশাসকরা। জেলায় অনেক মানুষ মাস্ক না পরেই রাস্তায় বেরিয়ে পড়েন, এমন অভিযোগ উঠে এসেছে জেলাশাসকদের তরফ থেকে। তাই সেল্ফ হেল্প গ্রুপের মাধ্যমে আরও বেশি করে মাস্ক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের কোনও মানুষ যাতে মাস্কবিহীন না থাকে, তার জন্য মাস্ক তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প দফতরকে।

Advertisement

এইসব মাস্ক রাজ্য প্রশাসনের মারফত সাধারণ মানুষদের কাছে বিলি করা হবে বলে জানা গিয়েছে। পুজোর সময়তেও মুখ্যমন্ত্রীকে করোনা পরিস্থিতি নিয়ে কঠোরভাবে সচেতন থাকতে দেখা গিয়েছে। এই মুহূর্তে রাজ্যে সংক্রমণ বাড়ছে। তাই আরও যাতে না বাড়ে, তার জন্যই সদাপ্রহরায রয়েছে নবান্ন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button