Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মরশুমের প্রথম ডার্বি নিষ্ফলা!

দূর্গাপুজোর বাকি আর মাত্র ১ মাস তার আগেই সেজে উঠেছিলো শহর কলকাতা সৌজন্যে কলকাতা ডার্বি। দুপুর থেকে শহরের প্রত্যেকটি রাস্তা গিয়ে মিশছিলো যুবভারতীতে। ৭০ হাজারের গ্যালারীর সামনে শুরু থেকেই আক্রমণে…

Avatar

দূর্গাপুজোর বাকি আর মাত্র ১ মাস তার আগেই সেজে উঠেছিলো শহর কলকাতা সৌজন্যে কলকাতা ডার্বি। দুপুর থেকে শহরের প্রত্যেকটি রাস্তা গিয়ে মিশছিলো যুবভারতীতে। ৭০ হাজারের গ্যালারীর সামনে শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে মোহনবাগান জোসেবা বেইতিয়ার একক দক্ষতায় অনেক কটা গোলের সুযোগ তৈরি করে মোহনবাগান যদিও পাল্টা আক্রমণে উঠছিলো ইস্টবেঙ্গল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দবিতীয়ার্ধে আক্রমণে গতি বাড়ায় লাল-হলুদ এরপর শেষ লগ্নে কোলাডো-সামাদ-বিদ্যাসাগর কে মাঠে নামিয়ে গোল তুলতে চেয়েছিলেন আলেহান্দ্রো তবে বড্ড দেরি হয়ে গেছিলো ততোক্ষণে।

মরশুমের প্রথম ডার্বি শেষ হলো 0-0 কিন্তু শেষ কবে এতো সাদামাটা ডার্বি দেখেছিলো কলকাতা ময়দান তা মনে আসে না। গত মরশুমেও ডার্বি ড্র হয় ২-২ গোলে কিন্তু সেই খেলায় ঝাঁঝ ছিলো শেষ পর্যন্ত এদিন খেলায় ঝাঁঝ ছিলো না কিছুই। ১ পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হলো দুই দল কে বর্তমানে লিগে ইস্টবেঙ্গল এর পয়েন্ট ৭ খেলেছেন ৪ ম্যাচ তাদের অবস্থান চতুর্থ স্থানে অপরদিকে মোহনবাগানের সংগ্রহ ৫ পয়েন্ট ৪ ম্যাচ থেকে তারা বর্তমানে অষ্টম স্থানে আছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author