নিউজরাজ্য

নিজামুদ্দিন যোগে বাংলার ২১৮ জন, পাঠানো হল কোয়ারান্টিনে

Advertisement
Advertisement

ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে অনুঘটকের ভূমিকায় দিল্লির নিজামুদ্দিন মসজিদের তবলিক-ই-জামাত শীর্ষক ধর্মীয় সমাবেশ। লকডাউন চলাকালীন ধর্মীয় সমাবেশে হাজার হাজার মানুষের জমায়েত থেকে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সমাবেশে যোগদানকারীদের চিহ্নিত করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আশঙ্কা করেছিল আক্রান্ত হতে পারেন প্রায় ৯ হাজার মানুষ। যাদের মধ্যে ১৩০৬ জন বিদেশিকেও চিহ্নিত করেছে কেন্দ্র। এদের মধ্যে ৪০০ জনের দেহে করোনা ভাইরাসের ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছে কেন্দ্র।

Advertisement
Advertisement

Advertisement

এই সভায় যোগ দিয়েছিলেন বাংলার ৭৩ জন প্রতিনিধি। তাদের চিহ্নিত করে ৫৪ জনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ৭৩ জনের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ শুরু করে রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার রাত পর্যন্ত ২১৮ জন চিহ্নিত করে রাজ্য। তাদের কলকাতার হজ হাউসে কোয়ারান্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।

Advertisement
Advertisement

রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই ২১৮ জনকে চিহ্নিত করে কলকাতার হজ হাউসে নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এরা প্রত্যেকেই খুব সাম্প্রতিক দিল্লির নিজামুদ্দিনে গিয়েছিলেন অথবা নিজামুদ্দিনে যাওয়া ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন। তাই তাদের কোয়ারান্টিনে রেখে অবজার্ভেশনে রাখা হচ্ছে। নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ করা অনেকের শরীরে কোভিড ১৯-এর ইতিবাচক চিহ্ন পাওয়া গেছে। ফলে সেখানে যাওয়া প্রত্যেক ব্যক্তিকে নজরে রাখা হচ্ছে যাতে সংক্রমণ বৃহত্তর সমাজে ছড়িয়ে না পড়ে।

Advertisement

Related Articles

Back to top button