Categories: দেশনিউজ

সোমবার ফের একবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার

Advertisement

Advertisement

পাটনা: এ যাত্রায় বিহারে কোনওক্রমে সরকার বাঁচিয়ে ফেলেছেন নীতীশ কুমার। হাড্ডাহাড্ডি লড়াই দিয়েও শেষ রক্ষা করতে পারলেন না তেজস্বী যাদব। ফলে ফের একবার সরকার গড়তে চলেছেন নীতিশ কুমার। আর সোমবার অর্থাৎ ভাইফোঁটার দিন ফের একবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। তবে মন্ত্রিসভায় কারা কারা মন্ত্রিত্ব পাবেন, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিসভা নিয়ে রফা চলছে।

Advertisement

করোনার কারণে প্রতিবার গান্ধি ময়দানে এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে অনুষ্ঠাটি আয়োজিত হতে পারে মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিক উল্টোদিকে রাজভবনের হলে। যেহেতু বিহারে এনডিএ জয় পেয়েছে মূলত বিজেপির হাত ধরেই, কারণ জেডিইউ-এর থেকে বেশী ভোট পেয়েছে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃতিত্ব এখানে সবথেকে বেশি বলে মনে করা হচ্ছে, সেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন প্রধানমন্ত্রীকে বিহারে আনার পরিকল্পনা চলছে এনডিএ-র অন্দরমহলে।

Advertisement

প্রাথমিকভাবে সমস্ত শরিক দলের সঙ্গে নীতিশ কুমার কথা বলেছেন। স্থির হয়েছে, মোট ৩৬ জন সদস্যের মন্ত্রীসভা তৈরি হতে পারে। জেডিইউ-এর থেকে অনেক বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। সেক্ষেত্রে মন্ত্রীসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকার সম্ভাবনাই বেশি।

Advertisement

Recent Posts