Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Nita Ambani: আম্বানি পরিবারের চাকররা নিতা আম্বানিকে ম্যাডাম না বলে এই নামে ডাকেন, জানুন কি নাম

Updated :  Monday, July 17, 2023 10:02 AM

মুকেশ আম্বানি ভারতের সফল প্রথম সারির ব্যবসায়ীদের মধ্যে একজন। কারণে-অকারণে প্রায়ই মিডিয়ার পাতায় চর্চায় থাকতে দেখা যায় তাকে। শুধুমাত্র মুকেশ আম্বানি নন, তার স্ত্রী নিতা আম্বানিও মিডিয়ার পাতায় কম চর্চিত নন। নিজেদের তিন সন্তানকে নিয়ে প্রায়ই মিডিয়াতে চর্চার আলো কাড়েন এই আম্বানি দম্পতি। এই মুহূর্তে একটি বিশেষ কারণের সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চার আলো কেড়েছেন নিতা আম্বানি। জেনে নিন সেই বিশেষ কারণ।

সম্প্রতি জানা গিয়েছে, আম্বানি পরিবারের বাড়ির কাজের লোক কিংবা চাকররা কখনোই নিতা আম্বানিকে ম্যাডাম বলে ডাকেননা। তারা মুকেশ আম্বানির স্ত্রীকে একেবারে একটি ভিন্ন নামেই ডেকে থাকেন। এই মুহূর্তে মিডিয়ার সূত্র ধরে সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অবাক হয়েছেন অনেকেই। এত বড় পরিবারেও এমন হওয়া সম্ভব! সেকথা ভেবেই চোখ কপালে সাধারণের।

Nita Ambani: আম্বানি পরিবারের চাকররা নিতা আম্বানিকে ম্যাডাম না বলে এই নামে ডাকেন, জানুন কি নাম

এই মুহূর্তে জানা গিয়েছে, নিতা আম্বানিকে তার বাড়ির সমস্ত কাজের লোকেরা কি নামে সম্বোধন করেন! জানা গিয়েছে, তারা সকলেই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানিকে বৌদি বলেই সম্বোধন করে থাকেন। সর্বদা তাদের সাথে থাকতে হয় আম্বানি পরিবারকে। তাদের সমস্ত কাজও তারা করে দেন তাদের পছন্দমত। আর সেই কারণেই তাদের নিজেদের পরিবারেরই সদস্য বলেই মনে করেন তারা। আর এই সূত্রেই আম্বানি দম্পতিকে তারা দাদা-বৌদি বলেই ডাকেন। আপাতত, এই খবরই শোরগোল ফেলেছে নেটজনতার একাংশের মাঝে।