Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Amrapali-Nirahua Video: জনসমক্ষে আম্রপালীর কোমর চেপে ধরলেন নিরাহুয়া, লজ্জায় লাল অভিনেত্রীর ভিডিও ভাইরাল

নিরাহুয়া এবং আম্রপালির জুটি সারা ভারতে এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং তারা নিজেদের নাচ এবং গানের মাধ্যমে গোটা ভারতের মানুষকে একেবারে আপ্লুত করে দিয়েছেন। প্রতিদিন তাদের নতুন গান এবং…

Avatar

নিরাহুয়া এবং আম্রপালির জুটি সারা ভারতে এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং তারা নিজেদের নাচ এবং গানের মাধ্যমে গোটা ভারতের মানুষকে একেবারে আপ্লুত করে দিয়েছেন। প্রতিদিন তাদের নতুন গান এবং নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয় এবং তাদের এই জনপ্রিয়তা কিন্তু একাধারে শুধুমাত্র তাদের জনপ্রিয়তা নয়, একই সাথে কিন্তু ভোজপুরি ইন্ডাস্ট্রিকে জনপ্রিয় করে তুলছে। তারা যে ভিডিওই প্রকাশ করেন এগুলোই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। আপনারা অনেকেই মনে করেন আম্রপালি এবং নিরাহুয়া স্বামী স্ত্রী। তবে ব্যাপারটা সেরকম নয়, তারা কিন্তু কোন ভাবেই বৈবাহিক সম্পর্কে জড়িত নয় এবং তাদের দুজনের পরিবারও কিন্তু একে অপরের থেকে পুরোপুরি আলাদা। ফলে বলতে গেলে তারা শুধুমাত্রই কাজের ক্ষেত্রে বন্ধু, অন্য কোন ক্ষেত্রে তাদের বন্ধুত্ব নেই। তবে তাদের জুটি কিন্তু একসাথে বেশ জনপ্রিয় এবং তারা একসাথে প্রচুর ভিডিওতে কাজ করেছেন।

ভাইরাল হল তাদের নতুন ভিডিও

আপনারা খুব মানুষই হয়তো এখনো পর্যন্ত জানবেন যে নিরাহুয়া কিন্তু বিবাহিত এবং আম্রপালি অবিবাহিত। তার অবিবাহিত থাকার কারণ এখনো অনেকেই জানেন না তবে অনেকে মনে করেন আম্রপালি নিরাহুয়াকে মনে মনে পছন্দ করেন কিন্তু যেহেতু তিনি বিবাহিত তাই আম্রপালি বিবাহ করতে পারছেন না। তবে তাদের অনস্ক্রিন রোমান্টিক ভিডিও কিন্তু খুবই জনপ্রিয় সারা ভারতে। সম্প্রতি তাদের দুজনের একটি নতুন ভিডিও খুবই জনপ্রিয় হয়েছে যেখানে তাদের দুজনকে প্রচন্ড রোমান্স করতে দেখা যাচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লাইভ পারফরম্যান্স ভিডিও

আপনাদের জানিয়ে রাখি বর্তমানে আম্রপালি দুবে এবং নিরাহু আর একটি নতুন ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিওতে দুজনের লাইভ পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। এই ভিডিওতে নিরাহু এবং আম্রপালিকে ভোজপুরি গান আওয়া ইয়ে ফুলগেনা গানের সঙ্গে নাচ করতে দেখা যাচ্ছে। এই গানটি প্রথমবার ব্যবহার করা হয়েছিল মোকামা ০ কিমি ছবিতে। এই গানটি গেয়েছেন মোহন রাঠোর এবং কল্পনা। এই গানটির কথা লিখেছেন শ্যাম দেহাতি। ভাইরাল এই ভিডিওটিতে সংগীত পরিচালনা করেছেন রাজেশ রজনিশ। বর্তমানে প্রায় এক কোটির কাছাকাছি মানুষ এই ভিডিও দেখে নিয়েছেন।

About Author