Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri: সমুদ্রের তীরে আম্রপালিকে জড়িয়ে ধরে এমন কাজ করলেন নিরাহুয়া, একা দেখুন ভিডিও

আম্রপালি দুবের সৌন্দর্যের কোনও তুলনা নেই। পর্দায় তার অভিনয়ও হৃদয় ছুঁয়ে যায়। আম্রপালি ও দীনেশ লাল যাদবের জুটি নিয়ে ভোজপুরি ছবির ভক্তরা রীতিমতো পাগল। দুজনে একসঙ্গে অনেক সুপারহিট ছবি উপহার…

Avatar

আম্রপালি দুবের সৌন্দর্যের কোনও তুলনা নেই। পর্দায় তার অভিনয়ও হৃদয় ছুঁয়ে যায়। আম্রপালি ও দীনেশ লাল যাদবের জুটি নিয়ে ভোজপুরি ছবির ভক্তরা রীতিমতো পাগল। দুজনে একসঙ্গে অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। ২০১৬ সালে, আম্রপালীর উপর অভিনীত ‘এক বড় হি প্যায়ার’ গানটি প্রকাশিত হয়েছিল। ‘নিরহুয়া চলল সসুরাল ২’ ছবির ‘সামান চুনমুনিয়া’ গানটিও তার ভক্তদের পছন্দ হয়েছে। এই গানটি এতটাই সুন্দর যে এখনো পর্যন্ত মানুষের মনে গেঁথে রয়েছে এই গানটি।

প্রেমাংশু সিং পরিচালিত ‘নিরাহুয়া চলল সসুরাল ২’ ছবির এই গানটি, গেয়েছেন ইন্দু সোনালি এবং ওম ঝা। সঙ্গেই এই গানে গলা দিয়েছেন নিরাহুয়া। এর গীতিকার পেয়ারে লাল যাদব। সঙ্গীতও করেছেন ওম ঝা। গানটির শুটিং হয়েছে খুব সুন্দর। সমুদ্রের তীরে রঙিন পোশাকে নাচছে নিরহুয়া আর আম্রপালি। গানটিতে নিরহুয়া বলেছেন, ‘কিসিয়া দিলকে ব লুটেরা, মারে গালিয়া পে ডেরা।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘নিরহুয়া চলল সসুরাল ২’ ২০১৬ সালের সুপারহিট ছবিগুলির মধ্যে একটি। দীনেশ লাল যাদব (নিরহুয়া) এবং আম্রপালি দুবে ছাড়াও, ছবিতে আরও অভিনয় করেছেন অবধেশ মিশ্র, সুশীল সিং, মনোজ টাইগার, অনুপ অরোরা, প্রকাশ জাইস, মায়া যাদব, কিরণ যাদব, শাকিনা মাজিদ, সুবোধ শেঠ এবং গোপাল রায়।

About Author