Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গভীর রাতে নিমতাকাণ্ডে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু, অভিযোগের তীর তৃণমূলের দিকে

দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করার পর নিমতার আক্রান্ত বৃদ্ধার মৃত্যু হয়েছে আজ। গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূল দ্বারা প্রহৃত বিজেপি কর্মীর মা শোভা…

Avatar

দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করার পর নিমতার আক্রান্ত বৃদ্ধার মৃত্যু হয়েছে আজ। গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূল দ্বারা প্রহৃত বিজেপি কর্মীর মা শোভা মজুমদার। আসলে গত ২৭ ফেব্রুয়ারি বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তার মাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল সদস্যের বিরুদ্ধে। তারপর গতকাল রাতে তার মৃত্যু উথালপাথাল করেছে গোটা বঙ্গ রাজনীতিকে। সুবিচারের দাবি জানিয়ে বিজেপি নেতৃত্ব তৃণমূলের দিকে আঙ্গুল তুলেছে। অবশ্য ঘটনার দায়ভার নিজেদের কাঁধে নিতে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বরং তাদের দাবি, “ওই বৃদ্ধা অসুস্থ ছিলেন। তাই তার মৃত্যু হয়েছে। এই ঘটনার সাথে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়।”

গত ১ মার্চ আক্রান্ত বৃদ্ধার বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং। তারা তার বাড়িতে যাওয়ার পর বৃদ্ধাকে বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে কয়েকদিন তার শারীরিক অবস্থার উন্নতি ঘটে। তারপর ৪ দিন আগে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু বাড়ি ফেরার পর হঠাৎই গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু সংবাদ পেয়ে আজ সকালে উত্তর দমদমের বিজেপি প্রার্থী অর্চনা দাস তার বাড়িতে গিয়ে পৌঁছেছে। এমনকি বৃদ্ধার মৃত্যুতে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন এবং ঘটনার প্রতিবাদে আজ উত্তর দমদমের মিছিল করার কথা জানিয়ে দিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং টুইট করেছেন। টুইটে তিনি বলেছেন, “বাংলার মেয়ে সভা মজুমদার এর মৃত্যুতে আমরা শোকাহত। তৃণমূল গুন্ডাদের মারে মৃত্যু হয়েছে তার। ওই পরিবারের দুঃখ ও ব্যথা দীর্ঘদিন দিদিকে ভাবাবে।” অবশ্য ঘটনার দায় অস্বীকার করে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, “এই ঘটনার সাথে তৃণমূলের কোন যোগ নেই। ওই বৃদ্ধা দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। অসুস্থতার জন্যই তার মৃত্যু হয়েছে।”

About Author