Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছত্রধর মাহাতোদের জিজ্ঞাসাবাদ করতে এখনো অপেক্ষা করতে হবে NIA-কে

কলকাতা: এনআইএ বিশেষ আদালতে ছত্রধরের পাশাপাশি দিলীপ মাহাতো, চন্দ্রশেখর মাহাতো, মৃণালকান্তি মাহাতো, বাজমনি টুডুদেরও হাউস অ্যারেস্টের আবেদন জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। কিছু দিন আগেই গায়ে ধুম জ্বর এবং…

Avatar

কলকাতা: এনআইএ বিশেষ আদালতে ছত্রধরের পাশাপাশি দিলীপ মাহাতো, চন্দ্রশেখর মাহাতো, মৃণালকান্তি মাহাতো, বাজমনি টুডুদেরও হাউস অ্যারেস্টের আবেদন জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। কিছু দিন আগেই গায়ে ধুম জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছত্রধর মাহাতো। হাজিরা দিতে আদালতে প্রবেশ করা হয়নি পরে পিয়ারলেস হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। করোনা আক্রান্তের কারণে তার ঠিকানা এখন হাসপাতাল।

প্রসঙ্গত, ২০০৯ সালে শালবনির সিপিআইএম নেতা প্রবীর মাহাতো খুনের মামলায় ছত্রধর সহ ২৭ জনের নামে চার্জশিট দেয় সিআইডি। ২০০৮ এর সময়কালে মাও নাশকতার ছক, বেআইনি কার্যকলাপ সহ একাধিক ঘটনার নেপথ্যের কারণ জানতে ৩০ মার্চ ২০২০ নির্দেশিকা জারি করা হয় কেন্দ্রের তরফে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এনআইএ সিআরপিসি ১৬০ ধারার নোটিসে গ্রেফতারির আশঙ্কা তৈরি হয়। এরপর হাইকোর্টে নোটিস চ্যালেঞ্জ করে মামলা করে ছত্রধরেরা। বিচারপতি দেবাংশু বসাক ধরমপুরের এলাকার মধ্যে এনআইএ-কে জিজ্ঞাসাবাদে করার অনুমতি দেয়। এরপর ছত্রধর মাহাতোকে গ্রেফতার করতে গিয়ে এনআইএ দেখে ছত্রধরের গায়ে জ্বর।

জানা গিয়েছে ইউএপিএ অভিযুক্ত ছত্রধর সহ ৫ জনের পুনরায় গ্রেফতার চায় এনআইএ বা জাতীয় তদন্তকারী সংস্থা। ছত্রধর মাহাতোদের আইনজীবী দেবাশিস রায়, কৌশিক সিনহা, শশিকান্ত সিং-রা জানান, ইউএপিএ এর নিয়ম মেনে পর্যাপ্ত শুনানির সুযোগ পায়নি অভিযুক্তরা। আর এখন করোনা আক্রান্ত হওয়ার কারণেই জিজ্ঞাসাবাদ বন্ধ রয়েছে। যত দিন পর্যন্ত ছত্রধর মাহাতো সুস্থ না হচ্ছেন ততোদিন পর্যন্ত হবে না জিজ্ঞাসাবাদ। ছত্রধরের সঙ্গে থাকায় বাকিরাও এখন স্বেচ্ছায় কোয়ারান্টাইনে।

About Author