Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে সাজা ঘোষণা করল এনআইএ আদালত, দোষী পেল ২৯ বছরের কারাদণ্ড

২০১৪’র খাগড়াগড় বিস্ফোরণ, ২ অক্টোবর (October) গোটা খাগড়াগড় কেঁপে উঠেছিল এক ভয়াবহ বিস্ফোরণে। বাংলার বুকে এই মাত্রার বিস্ফোরণ দেখেনি মানুষ। ঘটনার পর থেকেই তদন্ত চালাচ্ছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। চার…

Avatar

২০১৪’র খাগড়াগড় বিস্ফোরণ, ২ অক্টোবর (October) গোটা খাগড়াগড় কেঁপে উঠেছিল এক ভয়াবহ বিস্ফোরণে। বাংলার বুকে এই মাত্রার বিস্ফোরণ দেখেনি মানুষ। ঘটনার পর থেকেই তদন্ত চালাচ্ছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। চার বছর আগে বর্ধমানে (Burdwan) বোমা বিস্ফোরণকাণ্ডের অন্যতম মূল অভিযুক্তকে বাংলাদেশের (Bangladesh) উত্তরের জেলা বগুড়া থেকে গ্রেপ্তার (Arrest) করেছে বাংলাদেশ পুলিশ। আজ, বুধবার (Wednesday) NIA আইনজীবী জানিয়েছেন এই হামলার মাস্টারমাইন্ড বোমারু মিজান ওরফে শেখ কওসরকে ২৯ বছরের জেলের সাজা ঘোষণা করলো এনআইএ’র স্পেশ্যাল কোর্ট।

খাগড়াগড়ের পাশাপাশি, বুদ্ধগয়া বিস্ফোরণেও জড়িত ছিল কওসর। বীরভূমের বাড়ি থেকেই রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসায় গোপনে আস্ত্র প্রশিক্ষণ দিতো সে। খাগড়াগড়ে একটি বাড়িতে ২০১৪ সালের ২ অক্টোবর বোমার বিস্ফোরণে প্রান হারান শাকিল গাজি এবং করিম শেখ। এ ঘটনার পর পশ্চিমবঙ্গে বিভিন্ন মাদ্রাসার আড়ালে জঙ্গি তৎপরতা চলার অভিযোগ ওঠে। সেখান থেকেই তদন্তে নাম উঠে আসে এঁদের। তারপর থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ দেশের একাধিক রাজ্যে রীতিমত ধাওয়া করে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০১৪’র খাগড়াগড় বিস্ফোরণ, ঘটনার তদন্তে ২০জন অভিযুক্ত সাব্যস্ত হয়। তাদের প্রত্যেকেরই ১০ বছরের কারাদণ্ডের সাজার নির্দেশ দেয় আদালত। আজ বুধবার সাজা ঘোষণা করা হল মূল চক্রীর। খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত কওসরকে রাষ্ট্রদ্রোহিতা-সহ একাধিক মামলায় ২৯ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল এএনআই আদালত।

About Author