টেক বার্তা

মধ্যবিত্তের মসিহা TATA NANO আবারো ফিরছে বাজারে, এবার আরো অনেক ফিচারের সঙ্গে

Advertisement

Advertisement

রতন টাটার স্বপ্ন পূরণ করার জন্য আবারও ভারতের রাস্তায় নামতে চলেছে TATA NANO। এই গাড়িটি যে কোনো ছোটো পরিবারের সাথে দীর্ঘ ভ্রমণ করার জন্য আরও ভাল প্রমাণিত হতে পারে। প্রতিটি শ্রেণীর মানুষের প্রত্যাশা পূরণের জন্য এই গাড়িটিতে থাকতে চলেছে অনেক অসাধারণ ফিচার।

Advertisement

২০০৯ সালে টাটা মোটরস কোম্পানি খুব কম দামে বাজারে টাটা ন্যানো লঞ্চ করেছিল। যাতে প্রতি শ্রেণীর মানুষ একটি গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারে। যদিও এই গাড়িটি সেই সময় বাজারে খুব বেশি সফল হতে পারেনি। যার ফলে সংস্থাটি উত্পাদন বন্ধ করে দিয়েছিল পরবর্তী সময়ে। এছাড়াও, বিএস -৪ নির্গমন নিয়ম কার্যকর হওয়ার পরে ন্যানো গাড়িটি উৎপাদন করা একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার আবারো টাটা মোটরস তাদের নতুন গাড়ি উন্মোচন করতে চলেছে বলে অনেকের অনুমান। সাধারণ মানুষের মধ্যে এখন বেড়েছে Tata Nano এর জন্য ক্রেজ।

Advertisement

Advertisement

রতন টাটার ন্যানো গাড়িটি আপডেট সংস্করণের সাথে আবারও ভারতীয় রাস্তায় গতি ধরতে প্রস্তুত বলে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। যা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে। নিজের স্বপ্ন পূরণের জন্য রতন টাটা একটি স্কুটারকে গাড়ির রূপ দিয়েছিলেন, যাতে পুরো পরিবার আরামে বসে যে কোনও জায়গায় যাত্রা সম্পন্ন করতে পারে। টাটা ন্যানো, যা অল্টোর চেয়ে কম দামে চালু করা হয়েছিল, এমন একটি শ্রেণীর জন্য চালু করা হয়েছিল যারা গাড়ি কেনার স্বপ্ন দেখে।

কিন্তু বাজেট সমস্যায় সেটা আর বাস্তব হয়ে ওঠে না। আড়াই লাখ টাকায় এই গাড়িটি কিনে আপনি আপনার গাড়ি কেনার স্বপ্ন সত্যি করতে পারেন। যদিও রতন টাটার স্বপ্নের ছোট গাড়িটি আগে সফল হয়নি, কিন্তু এখন এই আপডেটেড ভার্সনের গাড়িটি কি সফল হতে পারে? এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়।

Recent Posts