গত বছরের শেষের দিকে বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘পুষ্পা দ্যা রাইজ’। রীতিমতো বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে এই ছবি। এবার বাজারে এল ‘পুষ্পা’ শাড়ি। সুরাটের এক শাড়ি ব্যবসায়ীর মাথা থেকে এই শাড়ি বানানোর আইডিয়া এসেছিল। তিনি সেইসময় ভাবতে পারেননি এই শাড়ি রাতারাতি ভীষণভাবে জনপ্রিয় হয়ে পরবে। বর্তমানে সুরাটের পাশাপাশি বিভিন্ন জায়গায় পুষ্পা শাড়ি এখন হিট।
পুষ্পা ছবির পাশাপাশি ছবির সমস্ত গানও রীতিমতো ভাইরাল নেটমাধ্যমে। আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা অভিনীত এই ছবি এই মুহূর্তে এখনকার দর্শকদের মধ্যে সেনসেশন হয়ে দাঁড়িয়েছে। এই ছবি মুক্তি পাওয়ার পরই সুরাটের ঐ ব্যাবসায়ীর মাথায় এই ধরনের শাড়ি বানানোর বুদ্ধি আসে। ছবিতে রশ্মিকা মান্দানার যেমন লুক ছিল ঠিক একই রকমের ডিজাইন দেখা গিয়েছে শাড়িতে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজামাকাপড়ের জন্য বরাবরই সুরাট বিখ্যাত। উল্লেখ্য, সুরাটের যে দোকানে এই ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে সেই দোকানের নাম চরণজিৎ ক্রিয়েশন। ঐ দোকানের মালিক চরণপাল সিংয়ের মাথাতেই প্রথম আসে এই অন্যরকম আইডিয়া। ছবির জনপ্রিয়তার জন্যই এমন ভাবনা এসেছিল। ঐ দোকানের মালিক জানিয়েছেন এই মুহূর্তে সুরাটের পাশাপাশি রাজস্থান, মহারাষ্ট্র, ছত্তিসগড়, উত্তরপ্রদেশ ও আরও অনেক রাজ্য থেকেই আসছে অর্ডার।