Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাত্র ৫০ টাকায় পেয়ে যান নতুন প্যান কার্ড! জেনে নিন কি করতে হবে

Updated :  Sunday, October 13, 2019 10:14 AM

বর্তমান সময়ে প্যান কার্ড আমাদের জন্য এক পরিচয় পত্রের মাধ্যম, যার পুরো নাম পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এটির আকার ছোটো হওয়ার জন্য আমরা একে নিজেদের ওয়ালেটে ব্যবহার করতে পছন্দ করি। কিন্তু ভেবে দেখেছেন যদি আপনার প্যান কার্ড হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় অথবা আপনি যদি আপনার প্যান কার্ডের কপি লাগে তবে আপনি কি করবেন?

আপনার যদি প্যান কার্ডের কপি দরকার হয় তফে আপনি অনলাইনে রিপ্রিন্ট অর্ডার করতে পারেন। ইনকাম ট্যাক্স সংস্থায় প্যান কার্ডের কোনো সমস্যা যা নির্ভর করে কোন এজেন্সি আপনার প্যানকার্ড বানিয়েছিল, তাদের সাথে আপনাকে যোখাযোগ করতে হবে রিপ্রিন্ট করার জন্য।

আপনি NSDL অথবা UTITSL পোর্টালে গিয়ে ‘রিপ্রিন্ট প্যান কার্ড’ অপশনে ক্লিক করতে হবে। এটি আপনার প্যান কার্ডের কপিকে আপনার বাড়িতে ডেলিভারি করার সুবিধা প্রদান করবে।

সব এজেন্সি ভারতীয় ঠিকানায় ডেলিভারি চার্জ নেয় ৫০ টাকা, এবং ভারতের বাইরে ডেলিভারি করতে ৯৫৯ টাকা চার্জ নেয়। আপনাকে শুধুমাত্র দেখে নিতে হবে ইনকাম ট্যাক্স সংস্থায় আপনার কোন ঠিকানা দেওয়া আছে।

আবেদন করার সময়, আপনাকে নিজের প্যান কার্ড নম্বর ও জন্ম তারিখ দিতে হবে। NSDL আপনার আধার নম্বর দিতে হবে,এতে আধার নম্বরের সাথে সাথে প্যান নম্বর যোগ করা বাধ্যতামূলক।