Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Yashrat: মেঘলা দিনে যশের সঙ্গে কফি খেতে খেতে বৃষ্টিভেজা শহর দেখছেন নতুন মাম্মা নুসরত

হাজার ট্রোল হাজার অপমান সহ্য করে পুরুষতান্ত্রিক সমাজের বিরোধিতা করে সব কিছুকে উপেক্ষা করে বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানেরজন্ম দিয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। নিজের…

Avatar

By

হাজার ট্রোল হাজার অপমান সহ্য করে পুরুষতান্ত্রিক সমাজের বিরোধিতা করে সব কিছুকে উপেক্ষা করে বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানেরজন্ম দিয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। নিজের ব্যাক্তিগত সম্পর্কের টানপোড়েন থেকে শুরু করে অন্তঃসত্ত্বার খবর প্রকাশ্যে আসতেই নুসরতকে নানান নীতি পুলিশের রোষে পড়তে হয়। সকলের প্রশ্ন সদ্যজাতের বাবা কে? বারবার এই প্রশ্ন ঘুরছে। তবে অভিনেত্রী নিজের পরিচয়ে বড় কর‍তে চান। এমনকি হাসপাতালে ভর্তি থেকে ছেলের যাবতীয় ফর্মে নিজের নাম জুড়েছেন অভিনেত্রী।

গর্ভবতী হওয়ার পর থেকে শত ঝড় ঝাপটা এলেও একাই সামলেছেন। অবশ্য অভিনেত্রী নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে সর্বদা পাশে পেয়েছেন নিজের চর্চিত প্রেমিক অভিনেতা যশকে। প্রেগনেন্সি পিরিয়ড থেকে সন্তানের জন্মের সময় পর্যন্ত নুসরতের পাশে থেকেছেন যশ। যশের হাত ধরেই বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। সি-সেকশনের সময়ও নুসরতের পাশেই ছিলেন তিনি। এমনকি নবজাতকের নাম নিজের প্রেমিকের নামের সাথে মিল রেখেই রেখেছেন অভিনেত্রী। ছেলেকে ভালোবেসে নাম দিয়েছেন ঈশান। ঈশানকে নিয়ে এখন নুসরতের দিন রাত্রি কেটে যাচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Yashrat: মেঘলা দিনে যশের সঙ্গে কফি খেতে খেতে বৃষ্টিভেজা শহর দেখছেন নতুন মাম্মা নুসরত

সদ্য মা হয়েছেন, আপাতত ৪ দিনের ঈশানকে সঙ্গে নিয়ে পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালের কেবিন-ই হল নুসরতে ঠিকানা। রবিবারই হাসপাতাল সূত্র থেকে জানানো হয়, এখনই ছুটি দেওয়া হচ্ছে না মা আর ছেলেক্ব অভিনেত্রীকে। আরো দুদিন ছেলেকে নিয়ে হাসপাতালেই থাকতে হবে সাংসদ, অভিনেত্রীকে। আগামী মঙ্গলবার বাড়ি ফিরতে পারেন নুসরত।  তবে হাসপাতালে থাকতে হলেও এই দুজনকে সঙ্গ দিচ্ছেন যশ। আর বৃষ্টিভেজা শহরে হাসপাতালের রুমে মনসুন উপভোগ করছেন নতুন মাম্মা। পছন্দের ব্ল্যাক কফি নিয়ে মেঘলা বর্ষামুখর দুপুরে কাচের জানলা দিয়ে শহর দেখছেন নুসরত আর যশ। ইনস্টাগ্রাম স্টোরি দিয়ে নতুন মা নিজেই আভাস দিলেন।

অভিনেত্রীর ইন্সটাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে, একটি কাচের বড় জানলার রাখা আছে দু’টি কাপ। তার সঙ্গেই লেখা ‘বৃষ্টি, কফি এবং আরও বেশি কিছু।’ অন্যদিকে যশ ও নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে এই একই জায়গা থেকে একটি কাপের ছবি দিয়ে অনুরাগীদের ‘সুপ্রভাত’ জানালেন। নুসরতের স্টোরির ছবিতে যে দু’টি কাপ দেখা যাচ্ছে, সেই দুটি কাপের মধ্যে একটি কাপ যশের তা অভিনেত্রীর স্টোরিতে দেখা গিয়েছিল। সুতরাং এই দুই ছবি দেখ্ব বুঝে নিতে অসুবিধা হয় না যে বৃষ্টির দিনে একসঙ্গে রয়েছেন ‘যশরত’। এর থেকে বোঝা যাচ্ছে প্রেমিক যশ তাঁর প্রেমিকার সবসময় খেয়াল রাখছেন।

Yashrat: মেঘলা দিনে যশের সঙ্গে কফি খেতে খেতে বৃষ্টিভেজা শহর দেখছেন নতুন মাম্মা নুসরত

About Author