এতদিন ছেলে আর্যবীরের কিছু ঝলক দেখালো কখনো কোনো পুরো ছবি শেয়ার করেননি। এমনকি একরত্তির মুখ দেখাননি তাঁরা। অবশেষে অপেক্ষা শেষ হল অনুরাগীদের। সম্প্রতি বিটাউনে সকলে সিদ্ধিদাতার আরাধনাতে মেতেছিলেন। আর এই বিশেষ দিনে ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন নীতি ও নীহার। নিজেদের বাড়িতে গণেশ পূজার কয়েকটি ছবি শেয়ার করেছিলেন গায়িকা। সেখানেই বাবা মায়ের মাঝে কোলে ছিল একরত্তি। প্রথম বারের জন্য ছেলের পুরো ছবি দিলেন ছোট্ট আর্যবীর। নীতি আর নীহার দুজনে ম্যাচিং করে এদিন পরেছিলেন সাদা শাড়ি এবং শেরওয়ানি। অপরদিকে এদের নয়নের মনিকে দেখা গেল হলুদ রঙা কুর্তা ও কমলা প্যান্টে। অবাক হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন একরত্তি।ক্যাপশনে নীতি লিখেছেন, ‘আমাদের হৃদয়ের টুকরো আর্যবীর। যেদিন থেকে ও আমাদের জীবনে এসেছে প্রতিটা দিন জাদুময় হয়ে উঠেছে। সকাল হোক বা রাত, আর্যবীরের কর্মকাণ্ডই আমাদের দুজনের পরিবারে ব্রেকিং নিউজ। সব দিক থেকেই ভালবাসা ও উত্তেজনা উপচে পড়ছে। আমরা সত্যিই আশীর্বাদধন্য। আমাদের ছেলের জন্য যেন সেরা অভিভাবক হয়ে উঠতে পারি আমরা। শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ।’ এরপরেই অনুগামী থেকে শ্রেয়া ঘোষাল, আরমান মালিক, নুকুল মেহেতা, তাহিরা কাশ্যপ সকলে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই আদুরে পোস্ট।
গণেশ চতুর্থীর দিন ছোট্ট আর্যবীরের প্রথম ছবি অনুরাগীদের সাথে প্রকাশ্যে আনলেন নীতি মোহন আর নিহার পান্ডিয়া
করোনা আবহে গত জুন মাসের শুরুতেই সুখবর দিয়েছেন বলিউড গায়িকা নীতি মোহন ও অভিনেতা নীহার পান্ডিয়া। ২ রা জুন ফুটফুটে রাজপুত্রের প জন্ম দেন নীতি। স্বামী নীহার এই সুখবর সোশ্যাল…

By

আরও পড়ুন