Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাড়ি থেকে উদ্ধার দেড় কিলো চরস, ১০ বছর জেল হতে পারে রিয়ার

Updated :  Thursday, October 1, 2020 10:26 PM

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর দীর্ঘ তদন্তের পর রিয়া জানান সুশান্ত মাদকাসক্ত ছিলেন, ফলে সৌভিক ও স্যামুয়েলকে দিয়েই মাদক আনানো হতো। রিয়া এও জানিয়েছিলেন, সুশান্ত তাঁর হাউস পার্টিতে মাদক ব্যবহার করতেন সুশান্ত ও তাঁর বন্ধুরা।

এমনকি রিয়ার ভাই সৌভিকও দাবি করেন, রিয়াই মাদক আনতে বলত। কিন্তু কিছুদিন আগেও রিয়া লাগাতার বলে গিয়েছিলেন যে তিনি ড্রাগ সেবন করতেন না এবং বেশীরভাগ প্রশ্নের উত্তরে ‘জানি না’ বলে জানিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, রিয়াকে টানা ঘণ্টার পর ঘণ্টা জেরা করা হয় এবং সেই জেরার মুখে রিয়া চিৎকার করেন এবং কান্নাকাটি করেন। এরপর মাদক কাণ্ডে গ্রেফতার হন রিয়া চক্রবর্তী।

এর পর একে একে উঠে আসে বহু তাড়কার নাম। মাদক চক্রে রিয়া ও শৌভিক বার বার জামিনের আবেদন করেও জামিন পাননি কিন্তু এসবের মাঝেই সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। NCB জানিয়েছে সুশান্তের মৃত্যুর তদন্তের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। এর মধ্যেই আবার রিয়ার বাড়ি থেকে দেড় কিলো চরস উদ্ধার করা হয়েছে। আর এই অপরাধে রিয়া ও শৌভিকের ১০ বছর পর্যন্ত জেল হতে পারে।