Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা আবহে পিছিয়ে গেল নাসার বহু অপেক্ষিত শনি অভিযান

করোনার কারনে এই বছর অনেক কিছুই পিছিয়ে গিয়েছে। তেমন কোন গঠনমূলক কাজ হয়নি। নাসার বিভিন্ন প্রোজেক্টে শনি নিয়ে উঠে আসছে বিভিন্ন অজানা তথ্যও। শনির উপগ্রহ টাইটান যাকে নিয়ে বিশ্বের সকলের…

Avatar

করোনার কারনে এই বছর অনেক কিছুই পিছিয়ে গিয়েছে। তেমন কোন গঠনমূলক কাজ হয়নি। নাসার বিভিন্ন প্রোজেক্টে শনি নিয়ে উঠে আসছে বিভিন্ন অজানা তথ্যও। শনির উপগ্রহ টাইটান যাকে নিয়ে বিশ্বের সকলের অনেক আগ্রহ তাই তো নাসার বিভিন্ন প্রোজেক্টও শুরু হয়েছে শনির এই চাঁদ টাইটানকে ঘিরে।

শনির সব চেয়ে বড় উপগ্রহ টাইটানে নাসার ড্রাগনফ্লাই অভিযান ২০২৭-এর আগে হবে না বলে জানা যাচ্ছে, নাসার এই প্ৰোজেক্ট হল মিশন ড্রাগনফ্লাই। এই প্রোজেক্ট আগে হোয়ার কথা ছিলো ২০২৬ সালে কিন্তু এখন তা পিছিয়ে দেওয়া হয়েছে। ড্রাগনফ্লাই জলবায়ু পরীক্ষা করতে টাইটানের নানা অংশে ঘোরাফেরা করবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনা আবহে পিছিয়ে গেল নাসার বহু অপেক্ষিত শনি অভিযান

জানানো হয়েছে, ড্রাগনফ্লাই যখন টাইটানে পৌঁছবে তখন তার নিয়ম মেনেই সব কাজ করবে। সেক্ষেত্রে ড্রাগনফ্লাই লঞ্চের ডেট বদলে গেলেও মিশনের কাঠামোয় কোনও রদবদল হচ্ছে না।

About Author