দেশনিউজ

নরেন্দ্র মোদির এক বছরে সম্পত্তির পরিমাণ বেড়েছে হয়েছে ৩৬লক্ষ টাকা

×
Advertisement

এক কালে নাকি তিনি ছিলেন চাওয়ালা, সেখান থেকে আজ তিনি দেশের প্রধানমন্ত্রী। আপাতত এই পদেও আছেন ৬ বছর। তার সম্পত্তির পরিমাণ প্রায় ২ কোটি ৮৫ লক্ষ টাকা। কিন্তু শোনা গিয়েছে গত একবছরেই মোদির সম্পত্তি বেড়েছে মাত্র ৩৬ লক্ষ টাকার। কিছু দিন আগেই জনপ্রতিনিধি হিসেবে কুড়িতে পা রাখলেন নরেন্দ্র মোদি। জানা গিয়েছে বিগত এই কুড়ি বছরের তাঁর পরিশ্রম জাতীয় স্তরে তাঁর দলকে অন্য জায়গা দিয়েছে।

Advertisements
Advertisement

এর আগেও তার কাজের জন্য এবং জনপ্রিয়তার কারণে নানা খ্যাতির সম্মুখে এসেছেন। এবার তার মাঝেই নতুন যোগ হল নিরবিচ্ছিন্ন ভাবে ১৯ বছর কাজের রেকর্ড। ২০০১ এর ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ক্ষমতায় আরোহন করেন। এরপরে একে একে কাজের মধ্যে দিয়ে কেটে গেছে তার জীবন। তার মাঝেই ২০১৪ এবং ২০১৯ দুই দফায় তাঁর নেতৃত্বেই দেশে সরকার গড়েছে বিজেপি।  ক্ষমতায় আসার পর গুজরাটের প্রান্তিক অঞ্চলগুলিতেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি।

Advertisements

বিনিয়োগের পাশাপাশি একের পর এক বিকাশ হতে শুরু করে কৃষি ও শিক্ষা ব্যবস্থায়। এমনকি যাতায়াত ব্যবস্থা থেকে মেক ইন ইন্ডিয়া ভারতকে আধুনিক করায় মোদির অবদান অনেকখানি। অন্য দিকে আবার মেয়েদের শিক্ষাব্যবস্থায় আরও বেশি করে নিয়ে আসার জন্য শুরু হয় কন্যা কল্যাণী প্রকল্প। সব মিলিয়ে ভারতের অনেক প্রত্যন্ত গ্রামেই দেখা গিয়েছে উন্নয়ন। এছাড়াও শিক্ষা ব্যবস্থায় নতুন নতুন নিয়ম আনা হয়েছে।

Advertisements
Advertisement

আর চাকরি ব্যবসার দিকেও দেখা দিয়েছে সার্বিক পরিবর্তন।কিন্তু সেই তুলনায় বাড়েনি তার ব্যাঙ্ক ব্যলান্স, এর মধ্যে মাত্র ৩৩ লক্ষ টাকা তিনি স্থায়ী বিনিয়োগের থেকে ফেরত পেয়েছেন। দেখা গিয়েছে মাত্র ৫ বছরে তাঁর সম্পত্তি বেড়েছে ৫২ শতাংশ।

 

Related Articles

Back to top button