Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্বপ্ন পূরণ নরেন্দ্র মোদীর! জানুন কি স্বপ্ন পূরণ করলেন তিনি!

২০১৬ সালে পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট বন্ধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্ন দেখেছিলেন ক্যাশলেস ভারতের। শুধু নিজে স্বপ্ন দেখায় নয়, সেই সাথে ১৩০ কোটি ভারতবাসীকেও শরিক করেছিলেন নিজের…

Avatar

২০১৬ সালে পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট বন্ধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্ন দেখেছিলেন ক্যাশলেস ভারতের। শুধু নিজে স্বপ্ন দেখায় নয়, সেই সাথে ১৩০ কোটি ভারতবাসীকেও শরিক করেছিলেন নিজের স্বপ্নের। স্বপ্নপূরণের জন্য একগুচ্ছ কর্মসূচিও গ্রহণ করেছিলেন তিনি।

আজ, ৩ বছর পর ২০১৯ এ এসে দ্বিতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়ে সেই স্বপ্ন পূরণে কয়েক ধাপ এগোলেন ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞদের মতামতকে মান্যতা দিলে তেমনটাই ধরে নিতে হয়। ইউপিআই অর্থাৎ ইউনিফায়েড পেমেন্টস্ ইন্টারফেস-এর ব্যবহার যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তার গতিবিধি লক্ষ্য রেখে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী ৫ বছরের মধ্যেই হতে পারে মোদীর স্বপ্নপূরণ। আগামী ৫ বছরের মধ্যে ইউপিআই-এর ব্যবহার আকাশ ছুঁয়ে যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে যা এটিএম-এর দখলে রয়েছে। লেনদেনের ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এটিএম, তারপর রয়েছে দোকানের মেশিন এবং তৃতীয় স্থানে ইউপিআই। বিশেষজ্ঞদের দাবি ২০২৪-২৫ অর্থবর্ষ নাগাদ ইউপিআই ব্যবহার প্রায় ৫৯ শতাংশ ছাড়িয়ে যাবে। সেক্ষেত্রে এটিএম-এর ব্যবহার তলানিতে ঠেকবে। বিশেষজ্ঞদের এই দাবি বাস্তব রূপ পেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নপূরণ হওয়া নিশ্চিত, একথা বলায় যায়।

About Author