Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২০ তম গ্র‍্যান্ড স্ল্যামের পথে নাদাল!

সুরজিৎ দাসঃ নাদালের বিজয় রথ এগিয়েই চলেছে দ্রুত গতিতে স্পানিশ টেনিস তারকা নাদালের চোখ এখন আমেরিকা যুক্তরাষ্ট্র এ অনুষ্ঠিত ইউ এস ওপেনের দিকে। এর মধ্যেই ইউএস ওপেনের পথে আরেক ধাপ…

Avatar

সুরজিৎ দাসঃ নাদালের বিজয় রথ এগিয়েই চলেছে দ্রুত গতিতে স্পানিশ টেনিস তারকা নাদালের চোখ এখন আমেরিকা যুক্তরাষ্ট্র এ অনুষ্ঠিত ইউ এস ওপেনের দিকে। এর মধ্যেই ইউএস ওপেনের পথে আরেক ধাপ এগিয়ে গেছেন রাফায়েল নাদাল। কুড়িতম বাছাই আর্জেন্টিনার দিয়েগো জুবার্তসমান সরাসরি গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন এই স্প্যানিশ তারকা। নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে বৃহস্পতিবার কোয়ার্টার-ফাইনালে জুবার্তসমানকে ৬-৪, ৭-৫, ৬-২ গেমে হারান দ্বিতীয় বাছাই নাদাল।

৩৩ বছর বয়সী এই খেলোয়াড় ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবেন মাতেও বেরেত্তিনির। টুর্নামেন্ট এর শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারলে চতুর্থবার উইএস ওপেন জেতা হবে নাদালের। সেই সঙ্গে তার গ্র্যান্ড স্ল্যাম দাঁড়াবে ১৯টিতে। পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জেতা (২০) রজার ফেদেরারের আরও কাছে চলে আসবেন তিনি। সব মিলিয়ে টেনিস প্রমীদের চোখএ এখন ইউ এস ওপেনের দিকে আর বিশ্বজুড়ে নাদাল ভক্তগণ তারাও অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন স্পানিশ কিংবদন্তীর ২০ তম গ্র‍্যান্ড স্ল্যামের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author