Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ডেঙ্গি রোধে নয়া পন্থা রাজ্যে, কারা প্যারাসিটামল কিনছেন এবার ঠিকানা যাবে নবান্নে

পুজোর ঠিক আগে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে রাজ্যজুড়ে। সংক্রমণের দাপট আর নেই বললেই চলে। দুই বছর পর আবার সাধারণ মানুষ ধুমধাম করে পালন করবে পুজো। তবে নতুন করে উদ্বেগের…

Avatar

পুজোর ঠিক আগে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে রাজ্যজুড়ে। সংক্রমণের দাপট আর নেই বললেই চলে। দুই বছর পর আবার সাধারণ মানুষ ধুমধাম করে পালন করবে পুজো। তবে নতুন করে উদ্বেগের কারণ হচ্ছে ডেঙ্গি। পুজোর আগে হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এককথায় পুজোর মুখে ডেঙ্গির চোখরাঙানি অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতির কথা বিচার করে ডেঙ্গি প্রবন এলাকায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সেইসাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক নয়া পন্থা অবলম্বন করেছে নবান্ন যা অবশ্যই ভালো ফলাফল দেবে বলে আশা বিশেষজ্ঞদের।

আসলে রাজ্য সরকারের কাছে ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কাদের জ্বর হয়েছে তা শনাক্ত করা। সেই জন্যই এবার রাজ্যের ওষুধ দোকানিদের সাহায্য নেবে নবান্ন। সেকারণেই এবার ঠিক হয়েছে, কেউ দোকানে প্যারাসিটামল কিনতে এলে, বিশেষত জ্বরের জন্য, তখন সেই ক্রেতার নাম ঠিকানা জেনে নেবেন দোকানদার। তারপর সেই তথ্য যাবে নবান্নের কাছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনাদের জানিয়ে রাখি, আগামী নভেম্বর পর্যন্ত ডেঙ্গির এই প্রভাব চলবে রাজ্যে। রাজ্য সরকার সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের বেশি। গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৪ হাজার ২২৪ জন। এদিকে কোথাও মশার আঁতুরঘর তৈরি হয়েছে কি না সেব্যাপারে নজর রাখার কথা বলা হয়েছে।

About Author