Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা সংক্রমণে বেহাল বাংলা, একাধিক নিয়মাবলীর নির্দেশিকা নবান্নের

এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতবর্ষের বুকে। গত ২৪ ঘন্টায় গোটা ভারতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮০ হাজারের কাছাকাছি মানুষ। এই ভাইরাসের নতুন মিউট্যান্ট…

Avatar

এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতবর্ষের বুকে। গত ২৪ ঘন্টায় গোটা ভারতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮০ হাজারের কাছাকাছি মানুষ। এই ভাইরাসের নতুন মিউট্যান্ট স্ট্রেন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। এমনকি এই স্ট্রেনের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। একাধিক রাজ্যে হাসপাতালের বেডের অভাব দেখা গেছে, আবার কিছু রাজ্যে অক্সিজেনের ঘাটতি দেখা গেছে। অন্যান্য রাজ্যের মত বেহাল দশা বাংলাতেও। এই ভয়াবহ পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে এবার শক্ত হাতে রাশ ধরলো রাজ্য সরকার।

বর্তমানে বাংলায় ২৪ ঘন্টায় প্রায় ১৭ হাজারের বেশি মানুষ এই মারণভাইরাসের কবলে পড়ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে। তাই এবার নবান্ন সংক্রমণের হার কমাতে কিছু কঠিন পদক্ষেপ নিল। নবান্ন দ্বারা প্রকাশিত সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বাংলায় কোন শপিংমল, বিউটি পার্লার, সিনেমা হল খোলা যাবে না। এছাড়া রাজ্যের বাজারে বেচাকেনাতে সময়সীমা বেঁধে দেওয়া হবে। বন্ধ থাকবে যেকোন রেস্তোরা বা বার, জিম, স্পা, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স ইত্যাদি। সেইসাথে এবার থেকে রাজ্যের সমস্ত রকম সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা এবং বিনোদনমূলক অনুষ্ঠানের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে বারংবার রাজ্য সরকার বাজারে ভিড় নিয়ে সমস্যায় পড়ছিল। এবার বাজারের সময়সীমা বেঁধে দিল সরকার। প্রতিদিন সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে বাজার। তারপর আবার দুপুর ৩ টে থেকে বিকেল ৫ টা অব্দি দোকান খোলা থাকবে। তবে বাজার বন্ধ থাকলেও অত্যাবশ্যকীয় জিনিসপত্র যেমন ওষুধ, মুদিখানা, পেট্রোল পাম্প, এলপিজি ডিস্ট্রিবিউটর, দুধের দোকান ইত্যাদি খোলা থাকবে। নতুন নির্দেশিকা অনুযায়ী, কেউ কোনো আইন লংঘন করলে তাকে ভারতীয় দণ্ডবিধি ও বিপর্যয় ব্যবস্থাপনা আইনে কড়া শাস্তি দেওয়া হবে।

About Author