Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Harshaali Malhotra: ‘বাজরাঙ্গি ভাইজান’এর মুন্নি এখন রূপে-গুনে টেক্কা দেবে বলি ডিভাদেরও, রইল তারই ঝলক

৮ বছর আগেকার সেই ছোট্ট মুন্নি এখন রূপে-গুণে রীতিমতো টেক্কা দেন বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের। আগের থেকে অনেকটাই বড় হয়ে গিয়েছে সে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট 'বাজরাঙ্গী…

Avatar

৮ বছর আগেকার সেই ছোট্ট মুন্নি এখন রূপে-গুণে রীতিমতো টেক্কা দেন বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের। আগের থেকে অনেকটাই বড় হয়ে গিয়েছে সে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ‘বাজরাঙ্গী ভাইজান’এর ছোট্ট মুন্নি অর্থাৎ হার্ষালী মালহোত্রার অভিনয় রীতিমতো নজর কেড়েছিল সমস্ত দর্শকদের। মুন্নির চরিত্রে অভিনয় করার জন্য হার্ষালী একাধিক পুরস্কারও পেয়েছেন। সম্প্রতি পর্দায় তার দেখা না মিললেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সংযোগ স্থাপন রেখে চলেছেন সাধারণের সাথে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে রূপে-গুনে উচ্চতায় অনেকটাই বড় হয়েছেন তিনি। একাধিক ছবির প্রিমিয়ারেও দেখা মেলে তার। সম্প্রতি ‘সেলাম ভেঙ্কি’ ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন হার্ষালী। সাদা ফুলস্লিভ উলের পোশাকে এদিন দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তার ঝলক অবশ্য অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতাতে চোখ রাখলেই মিলবে। উল্লেখ্য, অভিনেত্রীর শেয়ার করে নেওয়া কোন পোস্টই নজর এড়ায় না তার অনুরাগীদের। সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়ার পাতায় তার ফলোয়ার্স সংখ্যায় নজর পড়লেই তা স্পষ্ট হবে।

তিনি কবে আবারো পর্দায় ফিরবেন! সেকথা অবশ্যই এখনো পর্যন্ত জানা যায়নি। তবে বর্তমানে তিনি যে নিজের পড়াশোনা ও নাচ নিয়েই ব্যস্ত রয়েছেন, তা আলাদাভাবে আর বলার প্রয়োজন নেই। যারা অভিনেত্রীকে অনুসরণ করেন তারা সকলেই এই বিষয়টির সাথে অবগত। অনেকের মতে, পর্দায় তিনি যদি ফেরেন তাহলে টেক্কা দিতে পারেন বর্তমানের একাধিক বলি বিভাদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পাতায় তার বেশ কিছু মডার্ন ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। আর সেই সূত্রেই আপাতত দুনিয়ার একাংশের মাঝে তুমুল চর্চিত পর্দার সেই ছোট্ট মুন্নি।

About Author