Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘মুন্নাভাই এমবিবিএস’-র ছিপছিপে চেহারার খুরশিদ লোইয়ারের চেহারা একদম পাল্টে গেছে, দেখে চিনতেও পারবেন না আপনি

Updated :  Tuesday, April 18, 2023 2:52 PM

বলিউড ইন্ডাস্ট্রিতে ‘ব্যাড বয়’ তকমা যদি কেও পেয়ে থাকেন, তাহলে তিনি হলেন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। তবে শত বিতর্ক মাঝেও, শুধুমাত্র অভিনয় দক্ষতার দমে লাখ লাখ ফ্যান রয়েছে এই অভিনেতার। এই অভিনেতার ‘মুন্নাভাই এমবিবিএস’ সিনেমা এখনও জনপ্রিয় দর্শকদের মাঝে। এককথায় বলা যায়, এই সিনেমার প্রত্যেকটি চরিত্র সাধারণ মানুষের মনে দাগ কেটে গেছে। এই সিনেমাটি যারা দেখেছেন তারা অবশ্যই ‘স্বামী’ চরিত্রে অভিনয় করা খুরশিদ লোইয়ারকে চেনেন। আজকে তাঁকে নিয়েই এই প্রতিবেদন।

২০০৩ সালে আসা সঞ্জয় দত্তের কমেডি-ড্রামা ফিল্ম ‘মুন্নাভাই এমবিবিএস’ বক্স অফিসে সুপার হিট হয়েছিল। এই সিনেমায় খুরশিদ লোইয়ারকে দেখতে খুবই পাতলা ছিল। অনেকেই বলতেন, ফুঁ দিলেই উড়ে যাবেন এই তারকা। তবে বর্তমানে আমূল পরিবর্তন হয়েছে এই তারকার। কয়েক মাস আগে, ভাইরাল ভায়ানির অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজ থেকে খুরশিদ লোইয়ারের ছবি শেয়ার করা হয়েছিল, যা দেখে হয়তো আপনিও তাঁকে চিনতে পারবেন না।

ভাইরাল ভায়ানি অভিনেতার কিছু ছবিও শেয়ার করেছেন, যাতে তাকে কালো টি-শার্ট এবং চাপ দাড়িতে দেখা গেছে। তার চেহারার এসব ছবিতে নিশ্চয়ই বয়সের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। এই পোস্টটিতে মন্তব্য করে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “স্বামীর ভূমিকা দুর্দান্ত ছিল”। তো সেখানে আরেকজন লিখেছেন, ‘হে তৌবা ইয়ে কেয়া হো গয়া আপকো’। আবার অনেকে মুন্না ও স্বামীর সংলাপ লিখেছেন কমেন্ট বক্সে। প্রসঙ্গত উল্লেখ্য, এই তারকা ৪ বছর পরে ‘দা গ্রেট ইন্ডিয়ান মার্ডার’ ওয়েব সিরিজের মাধ্যমে আবারই লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়াতে ফিরে এসেছেন।