Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Raj Kundra: শিল্পার শেট্টির বাড়ি থেকে মিলল ৭০টি পর্ন ভিডিও, ফাঁস হল সব প্রমাণ

সোমবার রাতে বলিউডে ফের এক নতুন রহস্যের উন্মোচন হল। কুন্দ্রা পরিবারে বিনা মেঘে বজ্রপাত। পর্ন সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রা। গত সোমবার মুম্বাই ক্রাইম…

Avatar

By

সোমবার রাতে বলিউডে ফের এক নতুন রহস্যের উন্মোচন হল। কুন্দ্রা পরিবারে বিনা মেঘে বজ্রপাত। পর্ন সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রা। গত সোমবার মুম্বাই ক্রাইম বাঞ্চের পুলিশ গ্রেফতার করলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। মুম্বাই পুলিশের অভিযোগ নীল ছবি বানিয়ে সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পুলিশসূত্র থেকে জানা গিয়েছে, এই ব্যাবসার অন্যতম মূল পান্ডা হলেন রাজ। সব রকম তথ্য প্রমাণ সংগ্রহ করার পরই পুলিশ শিল্পার স্বামীকে গ্রেপ্তার করেছেন।

দিন যত যাচ্ছে এই জটিল কেসের জট একটা একটা করে খুলছে মুম্বাই পুলিশ। এই কেসে বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন তথ্য এল মুম্বই পুলিশের হাতে। বৃহস্পতিবার রাজ-শিল্পার বাড়িতে রেড করে পুলিশ। আর তারপরই হাতে নাতে রাজের বিরুদ্ধে আরো প্রমাণ উঠে এল। তাঁদের হাতে উঠে এল ৭০টি পর্ন ভিডিও। তদন্ত করে জানা যায় বিভিন্ন প্রোডাকশন হাউজের সাহায্য নিয়ে তৈরি করেছিলেন রাজের প্রাক্তন পিএ উমেশ কামাত। এমনকি পুলিশ রাজ ও উমেশের হোয়াটস অ্যাপ চ্যাট থেকে খুঁটিয়ে জানতে পেরেছে গত বছরই গুগল প্লে স্টোর থেকে হটশটস অ্যাপ সরিয়ে দেওয়ার পর তাঁরা এই সমস্ত গুলো রাখার আরও সংরক্ষিত জায়গার খোঁজে ছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Raj Kundra: শিল্পার শেট্টির বাড়ি থেকে মিলল ৭০টি পর্ন ভিডিও, ফাঁস হল সব প্রমাণ

পাশাপাশি কিছু সফট পর্ন ভিডিও তৈরি করে নিজেদের কাছে সংরক্ষিত করার পরিকল্পনাও করছিলেন তাঁরা। শুধু এই নয় শিল্পপতির বাড়ি থেকে একটি সার্ভারও উদ্ধার করেছে পুলিশ। যা পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে। খতিয়ে দেখা হবে এই সার্ভার থেকেই পর্নোগ্রাফি ভিডিও রাজ কুন্দ্রার ইউকের কোম্পানি কেরিনে পাঠানো হত কি না।ভিয়ান ইন্ডাস্ট্রির অফিস এবং জেএল স্ট্রিম-এর অফিসে তল্লাসি চালিয়েও রাজ কুন্দ্রা এবং তাঁর বন্ধু প্রদীপ বকসীর ব্যাপারে বেশ কিছু তথ্য এসেছে পুলিশের হাতে।

জানা গিয়েছে দুই বন্ধু হোয়াটসঅ্যাপে কেরিন অ্যাপে আপলোড হওয়া পর্ন ক্লিপের সাবস্ক্রিপশন পেমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া
২০২০ সালের শেষের দিকে গুগল প্লে স্টোর থেকে
হটশটস অ্যাপ সরিয়ে দেওয়া কর্নফারমেশান দেন প্রদীপ। উত্তরে রাজ আবার লেখেন, কোনও চিন্তা নেই বন্ধু। ইতিমধ্যে প্ল্যান বি-র কাজ শুরু হয়ে গিয়েছে। খুব বেশি হলে ২-৩ সপ্তাহের মধ্যেই নতুন অ্যাপ আইওএস এবং অ্যানড্রয়েড প্ল্যাটফর্মে লাইভ হয়ে যাবে।’ তিনি আরো লেখেন, বিএফ শুরু হওয়ার আগে চেষ্টা করে দেখা এইচএস চালু রাখার। আপাতত অত্যধিক বোল্ড ভিডিয়োগুলি সরিয়ে দেওয়া হোক।

মুম্বাই পুলিশ জানিয়েছেন, এই মামলার এতদূর তদন্ত পর্যন্ত এই কান্ডের মাথা রাজই। সব প্রমাণ রাজের বিরুদ্ধে। তবে বলিউডে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সত্যি কি এই ব্যাপারে কিছু জানতেন না শিল্পা। বাড়িতে থাকা পর্ন ভিডিয়োগুলোও সমন্ধে কিছু জানেননা। বাড়ির মধ্যে এত ভিডিও কী করে তাঁর অজানা থাকতে পারে। নাকি তিনি ভয় পেয়ে চুপ আছেন। তবে এর মাঝে স্বামীর সাথে থানায় দেখা করতে যাননি অভিনেত্রী।

Raj Kundra: শিল্পার শেট্টির বাড়ি থেকে মিলল ৭০টি পর্ন ভিডিও, ফাঁস হল সব প্রমাণ

About Author