Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাতভর বৃষ্টিতে জলমগ্ন বাণিজ্যনগরী, বন্ধ ট্রেন পরিষেবা

Updated :  Wednesday, September 23, 2020 11:08 AM

মুম্বই: একদিকে যখন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, ঠিক তখন বাণিজ্যনগরীর অবস্থা আরও বেহাল। শুধু তাই নয়, আগামী 24 ঘণ্টায় অবস্থা আরও খারাপের দিকে যাবে এমনটাই জানিয়েছে মহারাষ্ট্রের আবহাওয়া দফতর। অতি ভারী বৃষ্টির জেরে কার্যত জলের তলায় গোটা বাণিজ্যনগরী মুম্বই। মঙ্গলবার রাতভর মুম্বইয়ের পশ্চিমের শহরগুলিতে বৃষ্টিপাত হয়েছে দেড়শো থেকে দুশো মিলিমিটার। যার ফলে মুম্বইয়ের নানা চক, ভেন্ডি বাজার, সান্তাক্রুজ, গোল টেম্পেল, কোলাবা সহ বিস্তীর্ণ জায়গা কার্যত জলের তলায়।

ওরলির রাস্তা যেন মুম্ইয়ের উল্লেখযোগ্য মিথি নদীতে পরিণত হয়েছে। ভেন্ডি বাজার, নানা চক যেন ছোটখাট আন্দামানের চেহারা নিয়েছে। এভাবে রাতভর বৃষ্টির ফলে কার্যত চেহারা বদলে গিয়েছে বাণিজ্যনগরীর। থানে, পালঘর সহ একাধিক গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মহারাষ্ট্র আবহাওয়া দফতর। এমনকি বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে হলুদ সর্তকতাও।

বাণিজ্যনগরীর অবস্থা কার্যত বৃষ্টিতে জলমগ্ন হওয়ার ফলে কোনও বিপদজনক বাড়িতে না থাকার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। গত সপ্তাহে এক বহুতল ভেঙে মৃত্যুর ঘটনা ঘটেছে মুম্বইতে। তাই আরও সতর্ক হয়েছে মুম্বই পুলিশ। একে তো করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ কয়েক মাস ধরে নাজেহাল গোটা মহারাষ্ট্র, তার ওপর কাটা ঘায়ে নুনের ছিটের মত কাজ করছে এই ভারী বৃষ্টিপাত। সব মিলিয়ে বাণিজ্যনগরীবাসীর জীবন বিপর্যস্ত হয়ে উঠেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।