বাড়িতে আসেন শীলভদ্র, মুকুলের বক্তব্যে নয়া জল্পনা রাজনৈতিক মহলে

Advertisement

Advertisement

রাজনৈতিক মহলে জল্পনা বেড়েছে শীলভদ্র দত্তকে নিয়ে। এইবার সেই জল্পনা বাড়ালেন বিজেপি নেতা মুকুল রায়। এইদিন তিনি বলেন,আমার বাড়িতে মাঝেমাঝেই আসেন তিনি। তার সাথে উত্তরকন্যায় বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে রাজ্যকে নিশানা করেছেন তিনি।

Advertisement

বিজেপি কর্মীর মৃত্যুর বিষয়ে এইদিন মুকুল রায় বলেছেন,” এই বছরের সবথেকে বেশি রসিকতা করল বাংলার রাজ্য সরকার। গতকাল পুলিশের ছোরা গুলিতে মারা যান উত্তরবঙ্গের কর্মী। আমরা সবাই জানি কিভাবে উলেন রায় মারা গিয়েছিলেন। তার বুকে লেগেছে গুলি। অর্থাৎ সেখানে কিছু ভাবার আর কোনও জায়গা নেই। পুলিশের গুলিতেই মারা গিয়েছেন উলেন। তার পরও সিআইডিকে দেওয়া হয়েছে তদন্তের ভার। তবে যদি কারও কাছে বন্দুক থেকে থাকে, তবে পুলিশ তাকে গ্রেফতার করেনি কেন?

Advertisement

সেই সাথে রাজ্য সরকারের দিকেও বাক্যবাণ ছোঁড়েন মুকুল। তার বক্তব্য,”আমরা সবাই তো সেখানেই ছিলাম। আমরা চোখে কোনও শটগান দেখতে পেলাম না। এভাবে ময়নাতদন্ত আগে কখনও হতে দেখিনি। গণআন্দোলনে পুলিশ কেন, সেই কথা বলে যিনি পদে এসেছিলেন, তিনিই আজ উলটো কথা বলছেন। গণ আন্দোলন আটকেছে পুলিশ। সিবিআইকে কেন তদন্ত করার নির্দেশ দেওয়া হচ্ছেনা? ভয় কোথায়?

Advertisement

অন্যদিকে শীলভদ্র প্রসঙ্গে নতুন করে জল্পনা বাড়িয়েছেন মুকুল রায়। তার বক্তব্য,”শীলভদ্র প্রায়ই আমার বাড়িতে আসেন। কিছু কথা হয় সেখানে। তবে আজকে উনি আসেননি। শীলভদ্র ওদের সাথে আছেন আমি জানি। শুভেন্দুও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। গণআন্দোলনের ফসল তিনি। গণ আন্দোলনকে সমর্থন জানিয়ে উনি নিজের সিদ্ধান্ত নেবেন। যারা দলটা বানালো তারাই আজ উপেক্ষিত। তৃণমূল ছাড়ার সময়ে বলেছিলেন এটার শেষের শুরু। এখনও বলছি, সেটা একটা শেষের শুরু।”

Recent Posts