মুম্বাইয়ে করোনা আক্রান্তদের জন্য হাসপাতাল তৈরি করলো মুকেশ অম্বানির রিলায়েন্স গোষ্ঠী

Advertisement

Advertisement

করোনা আক্রান্তদের সাহায্যার্থে এবার এগিয়ে এলো মুকেশ অম্বানির রিলায়েন্স গোষ্ঠী। মাত্র দুই সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য মুম্বাইয়ে একটি ১০০ বেড বিশিষ্ট হাসপাতাল খুললো রিলায়েন্স। আজ রিলায়েন্সের তরফে জানানো হয়েছে একথা। কোভিড-১৯ এ আক্রান্ত সমস্ত রোগীদের জন্য সকলসময় এই হাসপাতাল খোলা থাকবে বলে জানানো হয়েছে রিলায়েন্সের তরফে। বিএমসির সাথে সহযোগিতায় এই হাসপাতাল খোলা হয়েছে বলে জানিয়েছে রিলায়েন্স।

Advertisement

রিলায়েন্সের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘বিএমসির সাথে সহযোগিতায় সেভেন হিলস হসপিটালে রিলায়েন্সের তরফে একটি ১০০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড হসপিটাল খোলা হলো। করোনা আক্রান্ত দের এখানে স্থান দেওয়া হবে।’ জানা যাচ্ছে রিলায়েন্সের এই নতুন ডেডিকেডেট হসপিটালে সমস্ত রকম উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে। ভেন্টিলেটর, পেসমেকার, ডায়ালিসিস মেশিন, পেশেন্ট মনিটরিং ডিভাইস সবকিছুই থাকছে প্রতিটা বেডের সাথে।

Advertisement

রিলায়েন্সের তরফে আরও জানানো হয়েছে, তাদের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটালে কোয়ারিন্টনে থাকা রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এই হসপিটালে গিয়ে কোয়ারিন্টনে থাকা যাবে বলে জানানো হয়েছে। এছাড়া আজ এক বিবৃতিতে রিলায়েন্স জানিয়েছে, তারা এই পরিস্থিতিতে তাদের সমস্ত কর্মীদের যারা কাজে আসতে পারছে না সকলকেই পুরো বেতন দেবে। রোগী বহনকারী সমস্ত গাড়ীকে রিলায়েন্সের পেট্রোল পাম্প থেকে বিনামূল্যে তেল দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Advertisement

Recent Posts