করোনার সংক্রমণ ফের বাড়ছে চিনে। এবার প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে চিনে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্থ হয়েছে ৩ কোটি ৮০ লক্ষের বেশি মানুষ। এখনও পর্যন্ত ১৪০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ মৃতদেহের কোনও খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাই নিখোঁজ বলেই তাঁদেরকে ধরছেন চিনের প্রশাসন।
রবিবার চিনের বন্যা নিয়ন্ত্রণ ও ত্রাণ সংক্রান্ত দপ্তর (State Flood Control and Drought Relief) -এর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ১২ জুলাই পর্যন্ত দেশের ২৭টি রাজ্যে বন্যার ফলে তিন কোটি ৭৯ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবথেকে ভয়াবহ পরিস্থিতি হয়েছে জিয়াংজি, আনহুই, হুবেই ও হুনানে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদেশের জনগণকে নিরাপদে রাখার জন্য তাঁর সরকার সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে আশ্বস্ত করেছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। জুন মাসের প্রথম থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে চিনের বিভিন্ন এলাকায়। এর ফলে বেশিরভাগ নদীর জলই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে।