শুক্র নিয়ে উঠে এলো আরো নয়া তথ্য! জানুন কি

Advertisement

Advertisement

আপনি কি জানতেন? মহাজাগতিক সঙ্ঘর্ষে চাঁদ ও শুক্রের মধ্যে তাদের গ্রহাণুর আদান প্রদান হতে পারে। কিন্তু ক্যাবট ও লাফলিনের এক গবেষণাপত্র ‘লুনার এক্সপ্লোরেশন অ্যাজ এ প্রোব অফ এনসায়েন্ট ভেনাস’ নামে একটি মহাকাশ বিজ্ঞানসংক্রান্ত জার্নালে প্রকাশিত হয়েছে।

Advertisement

বলা হয়েছে মহাজাগতিক নিয়মে কখনও না কখনও শুক্রের উপর কোনও ধূমকেতু এসে পড়ায় বা গ্রহাণুর সঙ্ঘর্ষে এর পৃষ্ঠতল থেকে ১০ বিলিয়নেরও বেশি পাথর বা মাটি বিচ্ছিন্ন হয়ে যায়।

Advertisement

পরে শুক্রের কক্ষপথ থেকে তা চাঁদে গিয়ে পড়ে, আর চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির জেরে শুক্রের গ্রহাণুগুলি চাঁদে পতিত হয়। কিন্তু পৃথিবীর উপর এসে পড়ে, তা হলে তা বহুকাল আগেই মাটির নিচে চাপা পড়ে গিয়ে থাকবে। কিন্তু দূর থেকে শুক্রতে এসে পড়লে নাকি এমনটা হয়না। বলা যেতে পারে এরকম অনেক কিছুই ঘটে যায় যা আমরা না দেখলে হয়তো বুঝতেই পারি না বা জানতেও পারিনা। এই ক্ষেত্রেও বিষয়টা তেমনই।

Advertisement

Recent Posts