Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

SBI-এর এই স্কিমে বিনিয়োগ করলে টাকা দ্বিগুণ হবে, জানুন বিনিয়োগের পুরো প্রসেস

Updated :  Saturday, November 25, 2023 10:05 AM

ব্যাংকে ফিক্স ডিপোজিট করা এখনো ভারতের সাধারণ মানুষের জন্য একটা নিরাপদ প্রকল্প। আপনি যদি ধারাবাহিকভাবে অর্থ উপার্জন করতে চান তাহলে ফিক্স ডিপোজিট করা সবথেকে স্মার্ট উপায় এবং এটা অনেকটা বীজ রোপন করার মত একটা বিষয়। যতদিন পর্যন্ত আপনি ফিক্স ডিপোজিট চালিয়ে রাখবেন ততদিন আপনাকে লাভ দিতে থাকবে এই অ্যাকাউন্ট। আমাদের দেশের বৃহত্তম ব্যাংক এসবিআইএ আপনি যদি টাকা রাখেন তাহলে স্থায়ী আমানতের জন্য আপনি ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত এখানে টাকা রাখতে পারেন। এর পরিপ্রেক্ষিতে এসবিআই আপনাকে প্রতিবছর কিছু সুদ দেবে। এই সুদ নির্ভর করে আপনি কত টাকা বিনিয়োগ করেছেন এবং কতক্ষণ পর্যন্ত টাকা ইনভেস্ট করেছেন তার ওপর।

যদি আপনি একজন রেগুলার গ্রাহক হন তাহলে আপনাকে ৩ শতাংশ থেকে ৬.৫ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। অন্যদিকে যদি আপনি বয়স্কও নাগরিক হন তাহলে আপনি সব ক্ষেত্রেই .৫ শতাংশ করে বেশি সুদ পেয়ে যাবেন। হিসাব করে দেখতে গেলে আপনি ৩.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তে একটি বিশেষ অফার চলছে ভারতীয় স্টেট ব্যাঙ্কে যেখানে আপনি যদি ১০ বছরের পর্যন্ত ফিক্স ডিপোজিটে ১ লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি শেষে গিয়ে ১০ বছর পরে ২ লাখ টাকা পেয়ে যাবেন.

যদি আপনি প্রতি বছর ১ লাখ টাকা জমা করতে পারেন তাহলে দুই লাখ টাকার উপরে আপনি ৯০,৫৫৫ টাকা আরো বেশি পেয়ে যাবেন। একজন বয়স্ক মানুষ যদি ১০ বছরের জন্য এসবিআই তে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট করে সেখানে ১ লক্ষ টাকা করে জমা করতে থাকেন তাহলে ব্যাংক তাকে জমানো টাকার উপরে ২,১০,২৩৪ টাকা অতিরিক্ত দেবে। মূল যে টাকা তিনি জমিয়েছেন তার উপরেও পাওয়া যাবে এই সুদ।